উইলিয়ামসের রেকর্ডের দিনে মহারাজও ‘রাজা’ হলেন
বুলাওয়ে টেস্টে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪১৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৫১ রানে থামে জিম্বাবুয়ে। যার মধ্যে একাই ১৩৭ রান করেন মিডল অর্ডার ব্যাটার শন উইলিয়ামস। এর মাধ্যমে দারুণ একটি রেকর্ডও গড়েছেন তিনি। ইনিংসে ৩ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশাব মহারাজ। এর মাধ্যমে একটি মাইলফলকে রাজার আসনেই বসলেন তিনি।
উইলিয়ামসকে দিয়েই শুরু করা যাক। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬৪ বলে ১৬টি চারে ১৩৭ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার। ৩৮ বছর বয়সী এই ব্যাটারের এটি টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। যা যৌথভাবে জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। সমান সংখ্যক সেঞ্চুরি আছে সাবেক দুই ব্যাটার গ্রান্ট ফ্লাওয়ার ও ব্রেন্ডান টেইলরের।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ১২টি সেঞ্চুরি অ্যান্ডি ফ্লাওয়ারের। ৬৩ টেস্ট খেলে এই চূড়ায় উঠেন তিনি। বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা ক্যারিয়ার হলেও উইলিয়ামস খেলেছেন মাত্র ২১ ম্যাচ। গ্রান্ট ফ্লাওয়ার ও টেইলরের ম্যাচ সংখ্যা ৬৭ ও ৩৪।
অন্যদিকে, জিম্বাবুয়ে ইনিংসের তিনটি উইকেট নেন ১৯৯ উইকেট নিয়ে বুলাওয়ে টেস্ট শুরু করা মহারাজ। বর্তমানে তার উইকেট ২০২টি। দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে দুইশ উইকেটের স্বাদ পেলেন তিনি।
মহারাজের পরেরজনের উইকেটসংখ্যা অনেক কম। দেশটির সর্বকালের সেরা স্পিনার বলে বিবেচিত হলেও ৩৭ টেস্টে ১৭০টির বেশি উইকেট নিতে পারেননি তিনি। পল অ্যাডামস ৩৫ ম্যাচে ১৩৪ উইকেট নিয়ে আছেন চার নম্বরে।
গতকাল উইলিয়ামস ছাড়া জিম্বাবুয়ের আর কোনো ব্যাটারই হাফ সেঞ্চুরি করতে পারেননি। দলের অর্ধেকেরও বেশি রান করতে হয়েছে উইলিয়ামসকে। তারই খেসারত হিসেবে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে বোর্ডে ১৬৭ রান কম ওঠে জিম্বাবুয়ের। গতকালই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে প্রোটিয়ারা। তাতে লিড গিয়ে দাঁড়িয়েছে ২১৬ রানে।