নতুন ক্লাবে যোগ দিয়ে কান্নায় ভেঙে পড়লেন পগবা
ক্যারিয়ারশেষে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে স্বীকৃতি পাওয়ার সব রকমের রসদই ছিল পল পগবার। তবে ফুটবলে এক আফসোসের নামই হয়ে থাকলেন এই ফ্রেঞ্চ ফুটবলার। শৃঙ্খলার অভাব-নিষেধাজ্ঞা; সবমিলিয়ে নিজেকে আকাঙ্খার তুলনায় ফুটিয়ে তুলতে পারেননি পগবা। তবে ক্যারিয়ারের শেষ লগ্নে এসে আবারও আলো ফিরে পেলেন তিনি। ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে এবার তিনি ফিরলেন প্রতিযোগিতামূলক ফুটবলে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে চার বছরের জন্য পগবাকে নিষিদ্ধ করে ইতালির জাতীয় ডোপিং-বিরোধী ট্রাইব্যুনাল, সেটা কার্যকর হয় অবশ্য আগের বছরের সেপ্টেম্বর থেকেই। জুভেন্টাসে থাকা অবস্থায় এই নিষেধাজ্ঞায় পড়েন তিনি। এরপর ফুটবলের বাইরেই ছিলেন। এবার ফরাসি ক্লাব মোনাকোয় ‘ফ্রি এজেন্ট’ হিসেবে যোগ দিয়েছেন পগবা। ৩২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে দুই বছরের চুক্তির কথা শনিবার জানিয়েছে মোনাকো।
শাস্তি কমে আসায় গত মার্চে নিষেধাজ্ঞা শেষ হয় পগবার। জুভেন্টাসের সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। কিন্তু গত নভেম্বরে ‘পারস্পরিক সমঝোতায়’ তার সঙ্গে চুক্তি শেষের ঘোষণা দেয় ইতালিয়ান ক্লাবটি। মোনাকোয় চুক্তি সই করার সময় তো কেঁদেই ফেললেন পগবা।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যারিয়ার শুরু করেন পগবা। সেখান থেকে ২০১২ সালে যোগ দেন জুভেন্টাসে। ওই সময়ে দারুণ খেলেন তিনি। পরে ২০১৬ সালে ৮ কোটি ৯০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে আবারও ইউনাইটেডে ফেরেন এই মিডফিল্ডার। তবে এ যাত্রায় ভালো করতে পারেননি তিনি। ইংলিশ ক্লাবটিতে ছয় মৌসুম কাটানোর পর ২০২২ সালে ফ্রি ট্রান্সফারে আবারও জুভেন্টাসে ফেরেন পগবা। এরপরই আসে ওই ডোপিং নিষেধাজ্ঞার খড়গ।