সৌদি লিগ এখন বিশ্বের শীর্ষ ৫-এর একটি: রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫, ১৪:১৬
শেয়ার :
সৌদি লিগ এখন বিশ্বের শীর্ষ ৫-এর একটি: রোনালদো

দুই বছর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন, সৌদি প্রো লিগ একদিন বিশ্বের শীর্ষ ৫ ফুটবল লিগের কাতারে জায়গা করে নেবে। এখন, সেই ভবিষ্যদ্বাণীকে বাস্তব বলেই মনে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন করে আরও দুই বছরের চুক্তি নবায়নের পর আল নাস্‌রের হয়ে নিজের যাত্রা এবং সৌদি ফুটবল নিয়ে আশাবাদী বার্তা দিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।

ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওবার্তায় রোনালদো বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, সৌদি প্রো লিগ এখন বিশ্বের শীর্ষ ৫ লিগের একটি। আমরা এখনও উন্নতির পথে আছি, তবে গত দুই বছরে লিগ যে উচ্চতায় পৌঁছেছে, তা নিঃসন্দেহে অসাধারণ। আমি খুবই খুশি এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের অংশ হতে পেরে।’

রোনালদোর মতে, যারা সৌদি লিগে কখনও খেলেননি কিংবা ফুটবলের প্রকৃত মান বোঝেন না, তারাই কেবল এই লিগকে খাটো করে দেখেন। ‘এই লিগে যারা খেলেছে, তারাই জানে এখানে কতটা প্রতিযোগিতা ও উন্নতির সম্ভাবনা রয়েছে।’

মাত্র ১১১ ম্যাচে ৯৯ গোল করলেও এখনো কোনো ট্রফি না জেতার হতাশা নেই রোনালদোর কণ্ঠে। বরং আগামীতে সফলতার আশা করছেন তিনি, ‘আল নাস্‌রের হয়ে কিছু জয়ের লক্ষ্যে আমি এখনও আগ্রহী। এজন্যই আমি চুক্তি নবায়ন করেছি।’

এছাড়া ২০৩৪ সালের বিশ্বকাপ নিয়ে সৌদি আরবের পরিকল্পনা ও সম্ভাবনাতেও আস্থা রাখছেন রোনালদো। ‘আমি এখানে আছি, কারণ এই প্রকল্পে আমার বিশ্বাস রয়েছে। ২০৩৪ সালের বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হলে, তা হবে ইতিহাসের অন্যতম সেরা আসর।’

চুক্তি নবায়নের আগে অন্য ক্লাব থেকে প্রস্তাব পেলেও তাতে সাড়া দেননি রোনালদো। ক্লাব বিশ্বকাপে খেলার আমন্ত্রণ থাকলেও বিশ্রামকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি, ‘সামনের মৌসুম অনেক লম্বা হবে। বিশ্বকাপ সামনে, তাই আমি নিজেকে প্রস্তুত রাখতে চাই। শুধু আল নাস্‌রের জন্য নয়, জাতীয় দলের জন্যও প্রস্তুত থাকতে হবে।’

রোনালদো তার ক্যারিয়ারের শেষ অধ্যায়েও সৌদি ফুটবলের অংশ হয়ে থাকতে চান এবং সেই মঞ্চেই নিজের নামের সম্মান ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।