বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান
ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ ঘিরে অনিশ্চয়তা থাকলেও হকির ময়দানে দেখা মিলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সেটিও ভারতের মাটিতে। আসছে নভেম্বরে তামিলনাড়ুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনিয়র হকি বিশ্বকাপ, যেখানে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান।
সুইজারল্যান্ডের লুসানেতে শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় গ্রুপ বিন্যাস। পুল 'বি' তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে সুইজারল্যান্ড ও চিলি। ফলে হকির মাঠে দর্শকদের জন্য থাকছে উত্তেজনায় ঠাসা এক লড়াইয়ের অপেক্ষা।
চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। জুনিয়র হকি বিশ্বকাপ এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২৪টি দেশ। ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে, প্রতিটি গ্রুপে থাকছে চারটি করে দল।
পুল 'এ'-তে আছে জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও আয়ারল্যান্ড। পুল 'সি'-তে মুখোমুখি হবে আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, জাপান ও চিন।
গ্রুপ ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ইকরাম, হকি ইন্ডিয়ার সচিব ভোলা নাথ সিং ও পরিচালক আরকে শ্রীবাস্তব।
ভারত-পাকিস্তানের মতো ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা ঘিরে এই টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়াতে শুরু করেছে হকি মহলে।