সেঞ্চুরিতে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার অনন্য ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫, ০৮:৫৩
শেয়ার :
সেঞ্চুরিতে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার অনন্য ইতিহাস

চোখধাঁধানো শটে প্রথম বলেই মিড-অফ দিয়ে বাউন্ডারি—সেই আত্মবিশ্বাসী শুরুটাই যেন ইঙ্গিত দিচ্ছিল, আজ ইতিহাস গড়ার দিন। এরপর একের পর এক দারুণ শটে ঝড়ো সেঞ্চুরি তুলে নেন স্মৃতি মান্ধানা। ভারতের এই বাঁহাতি ওপেনার শনিবার ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে রচনা করলেন এক অনন্য ইতিহাস।

৫১ বলে টি-টোয়েন্টি সেঞ্চুরি ছোঁয়া মান্ধানা ইনিংস শেষ করেন ৬২ বলে ১১২ রানের দুর্দান্ত এক স্কোরে। তার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতকের ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও ৩টি ছক্কায়।

এই ইনিংসের মাধ্যমে স্মৃতি মান্ধানা নাম লেখালেন বিরল এক তালিকায়—আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে এমন নারী ক্রিকেটারের মধ্যে তিনি এখন ভারতের প্রথম এবং বিশ্বের পঞ্চম।

টেস্টে রয়েছে তার ২টি শতক, ওয়ানডেতে ১১টি। তার আগে ইংল্যান্ডের হিদার নাইট ও ট্যামি বাউমন্ট, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং অস্ট্রেলিয়ার বেথ মুনি গড়েছেন এই কীর্তি।

এদিন মান্ধানা ছাড়িয়ে গেছেন ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও। আগের রেকর্ডটি ছিল হারমানপ্রিত কৌরের—২০১৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে তার করা ১০৩ রান। মান্ধানা ও হারমানপ্রিত ছাড়া আর কোনো ভারতীয় নারী ক্রিকেটার এখনো টি-টোয়েন্টিতে শতকের স্বাদ পাননি।

অধিনায়কত্বের ক্ষেত্রেও মান্ধানা রেখেছেন নিজের ছাপ। নিয়মিত অধিনায়ক হারমানপ্রিত কৌরের চোটের কারণে দলে নেতৃত্বের দায়িত্ব পান তিনি। সেই সুযোগে ব্যাটে-বলে অসাধারণ নেতৃত্ব দিয়ে ভারতকে এনে দেন ৯৭ রানের বিশাল জয়।

ভারত প্রথমে ব্যাট করে তোলে ২১০ রান। জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১১৩ রানে। রানের ব্যবধানে ইংল্যান্ডের এটি টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় হার। এর আগে ২০১৯ সালে চেমসফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৩ রানে হেরেছিল তারা।

এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারী ভারত।