পাকিস্তান ম্যাচের আগে রোহিতদের কাছে আসে হুমকি, হোটেলে ছিলেন অবরুদ্ধ

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৫, ২০:২৮
শেয়ার :
পাকিস্তান ম্যাচের আগে রোহিতদের কাছে আসে হুমকি, হোটেলে ছিলেন অবরুদ্ধ

দীর্ঘদিনের ট্রফি খরা কাটিয়ে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। অন্য প্রায় সব টুর্নামেন্টের মতো ওই টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল ভারত। তবে সেই ম্যাচের আগে হুমকি এসেছিল রোহিত শর্মাদের কাছে। এজন্য হোটেলেও অবরুদ্ধ থাকতে হয়। জিও হটস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান রোহিত। 

গ্রুপ ‘এ’-তে থাকা দুই দল পাকিস্তান ও ভারত মুখোমুখি হয়েছিল গত ৯ জুন। ওই ম্যাচের আগের ঘটনার বর্ণনায় রোহিত বলেছেন, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে আমাদের বলা হয়েছিল, একটি হুমকি এসেছে- কিছু একটা ঘটছে। তাই খেলার দুইদিন আগে থেকে আমাদের হোটেল থেকে বের হতে দেওয়া হয়নি। (প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ) সেখান থেকেই শুরু হয়।’

ভারতের অধিনায়করা প্রায়ই পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে ‘শুধু একটি ম্যাচ’ হিসেবেই বর্ণনা করে থাকেন। টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বলা রোহিত জানিয়েছেন, এমন কথা আসলে সত্যি নয়। 

রোহিত বলেন, ‘(পাকিস্তান ম্যাচের আগে) আমরা খাবার অর্ডার করছিলাম এবং হোটেলে এতই ভিড় ছিল যে আমরা হাঁটতে পারছিলাম না। ভক্ত, গণমাধ্যম- সবাই সেখানে ছিল। তখনই আপনি বুঝতে পারবেন, (পাকিস্তানের বিপক্ষে) এটা শুধুই অন্য একটি ম্যাচ নয়- বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। যখনই আপনি স্টেডিয়ামের কাছাকাছি যাবেন, তখনই মনে হয় উদযাপন শুরু; ভারতীয় ভক্ত, পাকিস্তানি ভক্ত, সবাই নাচছে এবং উপভোগ করছে।’

সদ্যই ভারতের টেস্ট ক্রিকেটকে বিদায় বলা রোহিত বলেন, ‘আমি ভারত-পাকিস্তান অনেক ম্যাচ খেলেছি, আমি এখন হিসাবও করছে পারছি না। কিন্তু ম্যাচপূর্ব সেই তেজ, সেই অনুভূতি..এটা বিশেষ কিছু। অন্য কোনো কিছুরই এর সঙ্গে তুলনা হয় না।’

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচ হয়েছিল বেশ উত্তেজনাপূর্ণ। ১৯ ওভারে মাত্র ১১৯ রানে অলআউট হয়েও ৬ রানের জয় পেয়েছিল ভারত। ওই ম্যাচে ৩১ বলে ৪২ রান করেছিলেন রিশাভ পান্ত। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে নায়ক বনে যান জাসপ্রিত বুমরাহ।