শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিসিবি সভাপতির যে আক্ষেপ
টি-টোয়েন্টির অধিনায়কত্বকে বিদায় বলেছিলেন নিজেই। তবে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। এবার টেস্ট থেকে আবার নিজে থেকেই সরে গেলেন তিনি। টি-টোয়েন্টিতে অধিনায়ক লিটন দাস আর ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ। তিন সংস্করণে তিন অধিনায়ক পছন্দ নয় শান্তর, তাই এই ইস্তফা।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের পর আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন নাজমুল। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যধানে হেরেছে বাংলাদেশ। শ্রীলংকা সফরে এখনো বাকি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আক্ষেপ, সফরের মাঝপথে এমন ঘোষণা না দিলেও পারতেন শান্ত।
দেশের একটি গণমাধ্যমকে বুলবুল বলেছেন, ‘আমরা তো (পূর্ণাঙ্গ) সিরিজ খেলতে গেছি ওখানে। টেস্ট ম্যাচটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি সে পদত্যাগ না করত। (এসব) টিমের ওপর একটা রিফ্লেক্ট হয় তো। দেশে হলে একটা কথা, বিদেশে...(অন্য জিনিস)। আর ও তো অন্যান্য সংস্করণেও দলে আছে। আমার কাছে মনে হয়, এটা একজন অধিনায়ক হিসেবে আরেকটু চিন্তা করতে পারত সে, দলটা তো আগে।’
শ্রীলংকা সফরের মাঝপথে এসব বিষয় নিয়ে আর হস্তক্ষেপ করতে চান না বলেও জানিয়েছেন বুলবুল। তবে একথাও জানিয়েছেন, শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পর পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগেই সবাইকে নিয়ে বসবেন।