মাথা উঁচু করা কীর্তি হেডের
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্ব টেস্ট চতুর্থ চক্র শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজে ক্যারিবিয়ানদের ১৫৯ রানে হারিয়েছে অজিরা। দুই ইনিংসেই অস্ট্রেলিয়ার হয়ে আলো ছড়িয়েছেন মিডল অর্ডার ব্যাটার ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ৫৯ ও দ্বিতীয় ইনিংসে ৬১ রান করে হয়েছেন ম্যাচসেরা। দারুণ এই ব্যাটিংয়ে মাথা উঁচু করে রাখার মতো একটি কীর্তিও গড়ে ফেলেছেন হেড।
২০১৯ সালে টেস্ট চ্যাম্পিয়ন শুরু হয়েছে। এরই মধ্যে তিনটি চক্র পার হয়ে শুরু হয়েছে চতুর্থ চক্র। এই সময়ে টেস্টে সবচেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন হেড। প্রথম ক্রিকেটার হিসেবে ১০ বার ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। মাত্র ৫০ ম্যাচে এই কীর্তি গড়েছেন হেড।
ম্যাচসেরা হওয়ার ক্ষেত্রে হেডের ধারেকাছেও অবশ্য নেই কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার করে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের বর্তমান ও সাবেক দুই অধিনায়ক বেন স্টোকস ও জো রুট। তালিকার চতুর্থ নামটাও একজন ইংলিশ ক্রিকেটারের। ৪ বার ম্যাচসেরা হয়েছেন তরুণ ব্যাটার হ্যারি ব্রুক।
টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত ৩ হাজার ১৯৯ রান হেডের। এর মধ্যে ৮টি সেঞ্চুরি ও ১৫টি ফিফটি হাঁকিয়েছেন তিনি। এছাড়াও এই সময়ে চার মারায় চতুর্থ সর্বোচ্চ তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে চার শ’র বেশি সেঞ্চুরি আছে কেবল ৪ জনের। এর মধ্যে হেডের চেয়ে বেশি আছে কেবল জো রুট, মারনাস লাবুশেন ও স্টিভেন স্মিথের।