কেন অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৫, ১৬:১২
শেয়ার :
কেন অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

একসময় আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। এই ধারার ছেদ ঘটে জানুয়ারিতে। চলতি বছরের শুরুর দিকে টি-টোয়েন্টির দায়িত্ব ছেড়ে দেন শান্ত। তবে ওয়ানডে ও টেস্টে দায়িত্ব পালন করবেন বলে জানান। চলতি মাসের ১২ তারিখের দিকে শান্তর জায়গায় মেহেদী হাসান মিরাজকে ওয়ানডের অধিনায়কত্ব দেয় বাংলাদেশ। 

শোনা গেছে, ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার মনস্থির করে ফেলেন শান্ত। অবশেষে আজ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে সেটিই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন এই ক্রিকেটার।

আজকের আগে পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলে তিন সংস্করণে ছিল তিন অধিনায়ক। ক্রিকেটের জন্য বিষয়টিকে ভালো মনে করেন না শান্ত। তার অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে এটিকে অন্যতম একটি বিষয় বলেই মনে হচ্ছে। 

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় শান্ত বলেন, ‘আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব পালন করতে চাই না। আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু নয়। পুরোপুরি দলের ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি, এটাতে দলের ভালো কিছুই হবে। এই ড্রেসিংরুমে কয়েক বছর ধরে, লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে, তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।’

ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার আগে শান্তর সঙ্গে বিসিবির তরফ থেকে যোগাযোগ করা হয়নি বলে কথা উঠেছে। তবে রাগ বা ক্ষোভ থেকে যে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেননি সেটাও জানিয়ে দিয়েছেন শান্ত, ‘আমি আশা করব, কেউ যেন এ রকম না মনে করে যে আমি ব্যক্তিগত কোনো কারণে বা রাগ থেকে সিদ্ধান্তটা নিয়েছি। এটা আমি নিশ্চিত করলাম এটা দলের ভালোর জন্য, এখানে ব্যক্তিগত কিছু নেই।’