টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দিলেন শান্ত

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৫, ১৩:৫৩
শেয়ার :
টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দিলেন শান্ত

শ্রীলংকার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারার পর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। কলম্বো টেস্টের চতুর্থ দিনে ইনিংস ও ৭৮ রানে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান তিনি।

এর মধ্য দিয়ে শান্তর ১৪ টেস্টের অধিনায়কত্বের অধ্যায় শেষ হলো, যেখানে বাংলাদেশের হয়ে তিনি সবচেয়ে বেশি টেস্ট নেতৃত্ব দেওয়া পাঁচজনের একজন। তার নেতৃত্বে বাংলাদেশ জয় পেয়েছে ৪ ম্যাচে, জয়-পরাজয়ের অনুপাত ও শতকরা হারে তিনিই বাংলাদেশের ইতিহাসে সফলতম টেস্ট অধিনায়ক।

সিলেটে ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হয় শান্তর, যেখানে সেঞ্চুরি করে দলকে জয় এনে দেন। এরপর নিয়মিত অধিনায়কত্বের দায়িত্ব পান তিনি।

তবে সাম্প্রতিক সময়ে নেতৃত্বে পরিবর্তন এসেছে সব ফরম্যাটেই। টি-টোয়েন্টি নেতৃত্ব ইতোমধ্যে লিটন দাসের হাতে গেছে, ওয়ানডে অধিনায়ক হয়েছেন মেহেদী হাসান মিরাজ। এবার শান্ত নিজেই সরে দাঁড়ালেন টেস্ট নেতৃত্ব থেকে।

কলম্বোতে দ্বিতীয় টেস্টে পরাজয়ের আগে গলে প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করেন শান্ত। কিন্তু ম্যাচ ড্র হওয়ায় এবং ইনিংস ঘোষণায় বিলম্ব নিয়ে প্রশ্ন ওঠে তার সিদ্ধান্ত নিয়ে।

বাংলাদেশের সামনে এখন নতুন টেস্ট অধিনায়ক বেছে নেওয়ার সুযোগ রয়েছে, কারণ পরবর্তী টেস্ট সিরিজ নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে।