ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
৩২ দলের আসর ক্লাব বিশ্বকাপের গন্ডি ক্রমেই ছোট হয়ে আসছে। গ্রুপপর্ব পেরিয়ে এখন সেটি দাঁড়িয়েছে ১৬ দলের লড়াইয়ে। এখান থেকেই শুরু নকআউট পর্ব, অর্থাৎ হারলেই বাদ। বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৬টি দল লড়বে শেষ ষোলোতে। এখানে যেমন ইউরোপের নামকরা সব ক্লাব আছে তেমনি আছে ব্রাজিলের বড় তারকাবিহীন ক্লাব বোতাফোগো আর ফ্ল্যামেঙ্গোও।
যারা শেষ ষোলো নিশ্চিত করেছে
পালমেইরাস, বোতাফোগো, পিএসজি, চেলসি, ফ্লামেঙ্গো, ইন্টার মিয়ামি, ইন্টার মিলান, ফ্লুমিনেন্স, বেনফিকা, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, মন্টেরে, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, আল হিলাল।
রাউন্ড অব সিক্সটিনের সূচি
২৮ জুন: পালমেইরাস-বোতাফোগো (ফিলাডেলফিয়া)
২৯ জুন: বেনফিকা-চেলসি (শার্লট), পিএসজি-ইন্টার মিয়ামি (আটলান্টা)
৩০ জুন: ফ্লামেঙ্গো-বায়ার্ন মিউনিখ (মিয়ামি গার্ডেন্স)
১ জুলাই: ইন্টার মিলান-ফ্লুমিনেন্স (শার্লট), ম্যান সিটি-আল হিলাল (অরল্যান্ডো)
২ জুলাই: রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস (মিয়ামি গার্ডেন্স), ডর্টমুন্ড-মন্টেরে (আটলান্টা)