তাইজুলের ৫ উইকেট, প্রথম ইনিংসে ২১১ রানে এগিয়ে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৫, ১৪:৫২
শেয়ার :
তাইজুলের ৫ উইকেট, প্রথম ইনিংসে ২১১ রানে এগিয়ে শ্রীলংকা

কলম্বো টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের উল্টো চিত্র দেখাল শ্রীলংকা। নিজেদের ব্যাটিং ইনিংসে লংকান বোলারদের কাছে নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশের ব্যাটাররা। আর লংকান ব্যাটাররা রীতিমতো শাসন করেছে বাংলাদেশের বোলারদের ওপর। বাংলাদেশের ২৪৭ রানের জবাবে তারা থেমেছে ৪৫৮ রান করে। তাতে প্রথম ইনিংসে ২১১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। 

বাংলাদেশের হয়ে দারুণ বোলিংয়ে ৫ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দেশের বাইরে পঞ্চম ও সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৭তম ৫ উইকেট তার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন নাঈম হাসান। একটি উইকেট নাহিদ রানার। অন্যটি রানআউট।

আগের দিনের ২ উইকেটে ২৯০ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে শ্রীলংকা। বড় লিড নিলেও তৃতীয় দিনের প্রথম সেশনটা মন্দ যায়নি বাংলাদেশের। এই সেশনের ২৫ ওভারে ১১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। আগের দিনের ২৯০ রানের সঙ্গে আর ১৫ রান যোগ হতেই পাথুম নিশাঙ্কাকে (১৫৮) ফিরিয়ে দেন বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাইজুল। ধনাঞ্জয়া সিলভা (৭) কিংবা প্রবাথ জয়াসুরিয়ারাও (১০) টিকতে পারেননি বেশিক্ষণ। তবে চালিয়ে খেলেন ছয় ও সাত নম্বরে নামা কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। 

ওয়ানডে মেজাজে খেলা কামিন্দুকে থামান নাঈম (৪১ বলে ৩৩ রান)। তবে কুশলের দুর্দান্ত ইনিংসেই রান সাড়ে চার শ ছাড়ায় লংকানরা। ৮৭ বলে ৮৪ রান করে রান আউটে কাটা পড়েছেন তিনি। ইনিংসে দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কুশল। নিশাঙ্কার পর দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ রান করে গতকাল আউট হয়েছিলেন দিনেশ চান্ডিমাল।