৬৬ বছর পর জুভেন্টাসকে এমন হার উপহার দিল সিটি, হল্যান্ডের মাইলফলক

​ স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৫, ১২:১৩
শেয়ার :
৬৬ বছর পর জুভেন্টাসকে এমন হার উপহার দিল সিটি, হল্যান্ডের মাইলফলক

ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস। গতকাল রাতে দল দুইটির সামনে ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সেই লড়াইয়ে ইতালিয়ান ক্লাবটিকে একপ্রকার বিধ্বস্তই করল সিটি। ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাসকে। এই ম্যাচেই ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড।

 বাজে মৌসুম কাটানো সিটি ক্লাব বিশ্বকাপে আবারও ফিরেছে পুরোনো ফর্মে। আল-আইনকে তারা উড়িয়ে দিয়েছিল ৬-০ গোলে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলোতে তারা পেয়েছে সৌদি ক্লাব আল হিলালকে। আর শেষ ষোলোতে জুভেন্টাসের প্রতিপক্ষ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

গতকাল রাতে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচে ৭৭ শতাংশ বলের দখল রেখে ২৪টি শট নিয়ে ১১ টি লক্ষ্যে রাখে সিটি। বিপরীতে ২৩ শতাংশ বলের দখল রাখা জুভেন্টাস ৫টি শট নিয়ে লক্ষ্যে রাখে ২টি। ম্যাচের ৯ মিনিটেই জেরেমি ডকুর গোলে এগিয়ে যায় সিটি। অবশ্য ২ মিনিট পরই টেউন কুপমেইনার্স সমতায় ফেরান জুভেন্টাসকে।

এরপর চলে সিটির একাধিপত্য। ২৬তম মিনিটে কালুলুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিটি। বিরতিতে এই ব্যবধান নিয়েই যায় দুই দল। ৫২তম মিনিটে বদলি হিসেবে নেমেই গোল আদায় করেন হলান্ড। ক্লাব ও দেশ মিলিয়ে ২৪ বছর বয়সী তারকার ৩০০তম গোল এটি। মাইলফলকের দ্রুততায় তিনি পেছনে ফেলেছেন তিন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো (৫৫৪ ম্যাচ), লিওনেল মেসি (৪১৮ ম্যাচ) ও কিলিয়ান এমবাপ্পেকে (৪০৯ ম্যাচ)।

 ৬৯তম মিনিটে সিটির হয়ে চতুর্থ গোল করেন ইংলিশ তারকা ফিল ফোডেন। আর ৭৫ মিনিটে সাভিনিও গোল করে ব্যবধান ৫-১ করেন। ৮৪ মিনিটে এক গোল শোধ দেয় জুভেন্টাস। ব্যবধান কমান দুসান ভ্লাহোভিচ। পরে আর কোনো গোল হয়নি। ৬৬ বছর পর ৫ বা তার বেশি গোল হজম করল জুভেন্টাস।