ভিনিসিউস নৈপুণ্যে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে রিয়াল
দীর্ঘদিনের গোলখরা কেটেছে ভিনিসিউস জুনিয়রের। ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের হয়ে আজ নিজে গোল করার পাশাপাশি ফেদে ভালভের্দেকে দিয়ে করিয়েছেন একটি গোল। এর আগে সবশেষ গত ১৬ এপ্রিল চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে গোল পেয়েছিলেন ভিনি। ৮ ম্যাচের খরা কাটিয়ে ব্রাজিলিয়ান এই তারকার নৈপুণ্যেই সালজবুর্গকে হারিয়েছে রিয়াল।
সালজবুর্গের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতেও উঠে গেচে রিয়াল। ক্লাবটির হয়ে ভিনিসিউস আর ভালভের্দে ছাড়াও আজ গোল পেয়েছেন গঞ্জালো গার্সিয়া।
ক্লাব বিশ্বকাপে রিয়াল পড়েছে ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপের অন্য তিন দল হলো সালজবুর্গ, পাচুকা ও আল হিলাল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল রিয়াল। অন্য ম্যাচে মেক্সিকান ক্লাব পাচুকাকে ২–০ গোলে হারানো সৌদি আরবের ক্লাব আল হিলালও উঠেছে শেষ ষোলোয়। সমান ম্যাচে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। গ্রুপ পর্ব থেকেই সালজবুর্গ ও পাচুকা বিদায় নিল।
আগামী মঙ্গলবার শেষ ষোলোতে হার্ড রক স্টেডিয়ামে ‘জি’ গ্রুপে রানার্সআপ ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল। আর সোমবার অরল্যান্ডোয় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে সৌদি ক্লাব আল হিলাল।
আজ রিয়ালের হয়ে প্রথম গোলটিই আসে ভিনিসিউসের পা থেকে। জুড বেলিংহামের দুর্দান্ত পাসে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিখুঁত শটে গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। মৌসুমে ৫৫ ম্যাচে ভিনিসিউসের এটি ২২তম গোল। এছাড়া গোলে সাহায্য করেছেন ১৬ বার।
প্রথমার্ধের যোগ করা সময়ে ভালভের্দের গোলেও দারুণ অবদান ভিনিসিউসের। সালজবুর্গের বক্সে ঢুকে পেছনে থাকা ভালভের্দেকে দারুণ ব্যাকহিল পাস দেন ভিনি। সেখান থেকে গোল আদায় করতে কোনো ভুল করেননি ভালভের্দে। বিরতির পরও দারুণ খেলে রিয়াল। তবে গোল আদায় করতে অপেক্ষা করতে হয় ৮৪ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুল বল পেয়ে গোল করার সুযোগ হারাননি গঞ্জালো গার্সিয়া।