নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ১১:০৫
শেয়ার :
নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৬ ঘণ্টা পর আবির হোসেন (৯) নামে এক স্কুলছাত্রের মাথা থেতলানো মরদেহ রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন মসলা মিলের ফাঁকা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবির হোসেন বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লার মিলন হোসেনের একমাত্র ছেলে। সে বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিখোঁজের স্বজনরা জানান, বিকাল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাইসাইকেল নিয়ে আবির বাড়ি থেকে বের হয়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে স্বজনরা আশেপাশে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। এক পর্যায়ে রাত ৮টার দিকে বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন বনলতা মসলা মিলের ফাঁকা মাঠে তার বাইসাইকেল ও স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তার পাশেই ঘাসের উপর রক্ত পড়ে থাকতেও দেখা যায়। এরপর আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে সোয়া ৯টার দিকে তার অদূরেই ভুট্টার শুকনা গাছ দিয়ে ঢেকে রাখা অবস্থায় শিশুটির রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। ইট বা ভারী কোনো বস্তু দিয়ে মাথা থেতলে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে। ভারী কোনো বস্তু দিয়ে মাথা থেতলে তাকে হত্যা করা হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোসহ এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।