কলম্বো একদিনেই বোলিং থেকে ব্যাটিং উইকেট হয়ে গেছে, মনে করেন সিমন্স

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫, ২১:৪১
শেয়ার :
কলম্বো একদিনেই বোলিং থেকে ব্যাটিং উইকেট হয়ে গেছে, মনে করেন সিমন্স

কলম্বো টেস্টের দুইদিন পার হয়েছে। প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২২০ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়ে করে ২৭ রান। অন্যদিকে, শ্রীলংকা দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়েই করে ফেলে ২৯০ রান। একদিন পরই ব্যাটিংয়ে সম্পূর্ণ ভিন্ন অবস্থা দুই দলের। এর ব্যাখ্যা দিতে গিয়ে জাতীয় দলের কোচ ফিল সিমন্স জানিয়েছেন, একদিনে উইকেটের আচরণ অনেকটাই পরিবর্তিত হয়েছে। 

সিমন্স বলেন, ‘উইকেটে উন্নতি হয়েছে। প্রথম দিন এটা স্টিকি ও গতির কিছুটা তারতম্য ছিল। আজকে তা অনেক ভালো হয়ে গেছে। আমরা দেখেছি ব্যাটারদের জন্য কতটা সহজ ছিল। গতকালের মতো টার্ন ছিল না, ব্যাটাররাও ভালো ব্যাট করেছে। কখনো কখনো টেস্ট ক্রিকেট এমনই।’

বোলারদের জন্য আজকের দিনটা কঠিন ছিল উল্লেখ করে জাতীয় দলের এই কোচ বলেন, ‘আমার মনে হয় এটা কঠিন দিন ছিল। উইকেট অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। আজকে ব্যাট করার জন্য ভালো ছিল। আমাদের উইকেট পেতে ভুগতে হয়েছে, ভালো উইকেটে যেটা প্রত্যাশিতই। এ জন্য এটা বোলারদের জন্য কঠিন দিন ছিল।’

গতকালকে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং নিয়েও আক্ষেপ প্রকাশ করেন সিমন্স, ‘আমরা গতকাল বড় জুটি গড়তে পারিনি। এ জন্য আজকে আমাদের দুই-তিন উইকেট হাতে নিয়ে নামতে হয়েছে। অন্তত দুই-তিনজনকে গতকাল চালিয়ে (ব্যাটিং) যেতে হতো। আশা করি আমরা এটা মনে রাখব নিশাঙ্কা কত ভালো ব্যাট করেছে আর পরের ইনিংসে বড় রান করার লক্ষ্য নির্ধারণ করব।’

৮ উইকেট হাতে রেখে এরই মধ্যে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড নিয়েছে শ্রীলংকা। আগামীকাল অর্থাৎ, টেস্টের তৃতীয় দিনের পরিকল্পনা নিয়ে সিমন্স বলেন, ‘আমরা কাল ফিরে আসব, দেখব উইকেট কেমন আচরণ করে। আর নিশ্চিত করব যেন ভালো জায়গায় বল করি। আজকে সকালে যেমন শুরু করেছি তেমন হলে হবে না, অনেক ভালো করতে হবে। আর আমাদের (শ্রীলঙ্কার ব্যাটারদের) এমন জায়গায় নিয়ে যেতে হবে, যেখান থেকে উইকেট পাওয়া যাবে।’