৮ উইকেট হাতে রেখেই বাংলাদেশের চেয়ে ৪৩ রান বেশি শ্রীলংকার
কলম্বো টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ যখন ব্যাটিং করেছে, তখন মনে হয়েছিল এটি ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন এক উইকেট। তবে শ্রীলংকা যখন নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে, তখন এটিকে পাটা উইকেট বলেই মনে হচ্ছে। স্কোরবোর্ড যে সেই সাক্ষ্যই দিচ্ছে!
প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অন্যদিকে, মাত্র ২ উইকেট হারিয়েই ২৯০ রান তুলে দিন শেষ করেছে শ্রীলংকা। এরই মধ্যে তাদের লিড দাঁড়িয়েছে ৪৩ রানের। ৮ উইকেট হাতে রেখে লংকানরা যে প্রথম ইনিংসে বিশাল লিড নেবে সেটা বলাই বাহুল্য। সেঞ্চুরি করে ১৪৬ রানে অপরাজিত আছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। অন্যপাশে ৫ রানে অপরাজিত আছেন ‘নাইটওয়াচম্যান’ হিসেবে ব্যাটিংয়ে নামা প্রবাথ জয়াসুরিয়া।
আগের দিনের ৮ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তাইজুল ইসলামের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২৪৭ রান করতে পারে টাইগাররা। ২২ রানের ইনিংস খেলেছেন তাইজুল। শ্রীলংকার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো ও সোনাল দিনুশা।
জবাব দিতে নেমে ওপেনিংয়েই দারুণ শুরু করে শ্রীলংকা। ৮৮ রানের জুটিতে বাংলাদেশের বোলারদের হতাশ করেন লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা। উদারা ৪০ রান করে আউট হলেও লংকানদের রানের গতি ছুটতে থাকে অদম্য গতিতে। দ্বিতীয় উইকেটে ১৯৪ রান যোগ করেন নিশাঙ্কা ও চান্দিমাল। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আউট হন চান্দিমাল। ১০টি চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকান এই বর্ষীয়ান ক্রিকেটার। আরেকদিকে নিশাঙ্কা ১৮টি চারের সাহায্যে ১৪৬ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে সাফল্য পান কেবল তাইজুল ইসলাম ও নাঈম হাসান। বাকিরা কেউই ম্যাচে ফেরাতে পারেননি বাংলাদেশকে।