বোল্ড হয়ে ডিআরএসের আবেদন! পরে ভুল বুঝে হাসলেন ব্রেসওয়েল
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে বিরল ও মজার এক ঘটনার জন্ম দিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েল। প্রথম বলেই বোল্ড হয়ে ডিআরএস চেয়ে মাঠে সবাইকে চমকে দিলেন তিনি। তবে পরে ভুল বুঝতে পেরে নিজেই হাসলেন, আর দাঁড়ালেন না তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য।
এমআই নিউইয়র্কের হয়ে ব্যাট করতে নামা ব্রেসওয়েল প্রথম বলেই বোল্ড হন সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নের পেসার রোমারিও শেফার্ডের বলে। বল ছিল বৈধ, আম্পায়ারও কোনো ‘নো বল’ ডাকেননি। অথচ এর পরেও ব্রেসওয়েল রিভিউ চেয়ে বসেন, যা দেখে অবাক হন মাঠের খেলোয়াড়রাও।
সাধারণত ডিআরএস ব্যবহৃত হয় এলবিডব্লিউ বা ক্যাচ আউটের ক্ষেত্রে, যেখানে আম্পায়ারের সিদ্ধান্তে ব্যাটারের আপত্তি থাকে। কিন্তু বোল্ড হয়ে গেলে রিভিউয়ের সুযোগ থাকে না। সে নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে ব্রেসওয়েল আবেদন করলেও কয়েক সেকেন্ডের মধ্যেই ভুল বুঝতে পারেন। হাসতে হাসতেই ইঙ্গিত দেন যে তিনি রিভিউ ফিরিয়ে নিচ্ছেন এবং সরাসরি সাজঘরের পথে হাঁটা ধরেন।
ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে, দর্শক-ভক্তদের মুখেও হাসি ফোটায় ব্রেসওয়েলের এমন ভুল।
তবে ম্যাচে আর হাসার সুযোগ পাননি তিনি। প্রথমে ব্যাট করে সান ফ্র্যান্সিসকো ইউনিকর্ন তোলে ৪ উইকেটে ২৪৬ রান। জবাবে এমআই নিউ ইয়র্ক থেমে যায় ১৯৯ রানে। ফলে বড় ব্যবধানে হার মানতে হয় ব্রেসওয়েলের দলকে।