আর্থিক সংকটে লিগ আঁ থেকে অবনমিত লিওঁ

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫, ০৯:০৩
শেয়ার :
আর্থিক সংকটে লিগ আঁ থেকে অবনমিত লিওঁ

আর্থিক দুরাবস্থার কারণে ফরাসি শীর্ষ লিগ লিগ আঁ থেকে দ্বিতীয় স্তরে নামিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক লিওঁকে। তবে সাতবারের লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে লিগ পরিচালনাকারী সংস্থা ফরাসি পেশাদার লিগ (এলএফপি) লিওঁর অবনমনের সিদ্ধান্ত জানায়। এর আগে, ফরাসি ফুটবলে ক্লাবগুলোর আর্থিক হিসাব তদারককারী সংস্থা ‘দা ন্যাশনাল ডিরেক্টরেট অব ম্যানেজমেন্ট কন্ট্রোল’ (ডিএনসিজি) গত নভেম্বরে লিওঁর সাময়িক অবনমনের সিদ্ধান্ত দেয় এবং জানুয়ারির দলবদলে খেলোয়াড় কিনতে নিষেধাজ্ঞা আরোপ করে।

মার্কিন মালিক জন টেক্সটরের নেতৃত্বে ক্লাব কর্মকর্তারা ডিএনসিজির সঙ্গে বৈঠক করলেও সংস্থাটিকে আর্থিক স্থিতিশীলতার আশ্বাস দিতে ব্যর্থ হন তারা। টেক্সটরের মালিকানাধীন ঈগল ফুটবল গ্রুপ লিওঁর ৭৭ শতাংশ শেয়ারের মালিক এবং ক্লাবের ঋণের পরিমাণ বর্তমানে প্রায় ৪২২ মিলিয়ন পাউন্ড।

২০০২ থেকে ২০০৮ পর্যন্ত টানা সাতবার লিগ আঁ শিরোপা জিতে আধিপত্য দেখিয়েছিল লিওঁ। এই সময়ে তারা দুইবার চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালেও জায়গা করে নেয়। চলতি মৌসুমে লিগ আঁতে ষষ্ঠ হয়ে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল দলটি। তবে অবনমনের সিদ্ধান্ত বহাল থাকলে, তাদের স্থানে শীর্ষ লিগে খেলার সুযোগ পাবে রেলিগেশন প্লে-অফে বাদ পড়া রাঁস।