ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সা

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫, ০৮:৫৬
শেয়ার :
ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সা

দুই মৌসুমের জন্য সংস্কারের কাজে স্টেডিয়াম ছেড়ে দেওয়া বার্সেলোনা এবার নিজেদের ঘরের মাঠে ফিরছে। আগামী ১০ অগাস্ট ঐতিহ্যবাহী হুয়ান গাম্পের ট্রফির ম্যাচের মধ্য দিয়ে ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’-তে খেলবে কাতালান ক্লাবটি। ক্লাবের ওয়েবসাইটে ‘ঘরে ফিরছে বার্সা’ শিরোনামে প্রকাশিত সংবাদে এই তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের মে মাসে সর্বশেষ এই স্টেডিয়ামে খেলেছিল বার্সা। এরপর শুরু হয় ব্যাপক সংস্কার কাজ, যা এখনো চলমান। ২০২৫-২৬ মৌসুমের শুরুতেও কিছুটা কাজ চলবে, যার ফলে প্রথম তিনটি লিগ ম্যাচ তারা খেলবে প্রতিপক্ষের মাঠে। এরপর ৫০ থেকে ৬০ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়ে আংশিকভাবে চালু থাকবে ক্যাম্প ন্যু।

প্রসঙ্গত, স্পটিফাইয়ের সঙ্গে স্পন্সরশিপ চুক্তির কারণে ঐতিহাসিক স্টেডিয়ামটির নাম বদলে রাখা হয়েছে ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’। সংস্কারের সময় বার্সেলোনা বিকল্প ভেন্যু হিসেবে মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে খেলেছে। সেখানেই গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তোলে ক্লাবটি।