৯ মাসের মাথায় দায়িত্ব ছাড়লেন রোনালদোদের কোচ

​ স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫, ২১:৪৭
শেয়ার :
৯ মাসের মাথায় দায়িত্ব ছাড়লেন রোনালদোদের কোচ

২০২৪ সালের সেপ্টেম্বরে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের দায়িত্ব নিয়েছিলেন স্তেফানো পিওলি। দায়িত্ব নেওয়ার ৯ মাস যেতেই ক্রিস্টিয়ানো রোনালদোদের এই ক্লাবের দায়িত্ব ছাড়লেন তিনি। 

এক বিবৃতিতে আজ বুধবার আল-নাসর জানায়, পারস্পরিক সম্মতিতে পিওলি ও তার কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয় বিবৃতিতে। ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় পিউলি যোগ দিতে পারেন বলে গুঞ্জন আছে।

আল-নাসরে পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছিলেন পিউলি। এর আগে ইন্টার মিলান ও এসি মিলানের কোচ ছিলেন তিনি। কোচের বিদায়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ।’

এদিকে, দীর্ঘ সময় ইউরোপীয় ফুটবলে কাটিয়ে দেওয়ার পর ২০২৩ সালে আল-নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। তার সঙ্গে এই ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। আল-নাসর ছেড়ে তিনিও চলে যেতে পারেন বলে গুঞ্জন আছে।