উচ্চ বেতনে এসি মিলানে যোগ দিচ্ছেন মদ্রিচ

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫, ১৭:৪৩
শেয়ার :
উচ্চ বেতনে এসি মিলানে যোগ দিচ্ছেন মদ্রিচ

চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৫ বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সর্বোচ্চ ৭টি শিরোপা ইতালিয়ান ক্লাব এসি মিলানের। বয়স ৩৯ পেরোলেও ইউরোপের সফলতম ক্লাব রিয়াল থেকে শিরোপার দিক দিয়ে দ্বিতীয় সফলতম এসি মিলানে যাচ্ছেন লুকা মদ্রিচ। 

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, এসি মিলানের সঙ্গে মদ্রিচের এক বছরের জন্য চুক্তি হতে যাচ্ছে। যদিও চুক্তির মেয়াদ শেষ হলে আরও এক বছর সেটি বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। প্রতি মৌসুমে মদ্রিচকে ৩৫ লাখ ইউরো বা ৪৯ কোটি টাকা বেতন দেবে এসি মিলান। 

মদ্রিচের এসি মিলানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে। তিনি বলেন, ‘আমি তার (মদ্রিচ) সঙ্গে সরাসরি কথা বলেছি এবং এমন একজনকে দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতায় থাকতে আগ্রহী। তার আগমন একটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের তার মতো একজন খেলোয়াড় ও নেতা প্রয়োজন।’

রিয়ালকে আগেই বিদায় বললেও ক্লাবটির অধ্যায় এখনো শেষ হয়নি মদ্রিচের। চলতি ক্লাব বিশ্বকাপ খেলেই রিয়ালের জার্সি তুলে রাখবেন তিনি। লস ব্লাঙ্কোসদের হয়ে ১৩ বছর খেলে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন এই ক্রোয়েশিয়ান ফুটবলার।