দুর্ভাগাদের যে ক্লাবে পান্তসহ আরও ১০ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫, ১৬:০৯
শেয়ার :
দুর্ভাগাদের যে ক্লাবে পান্তসহ আরও ১০ ক্রিকেটার

হেডিংলি টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার রিশাভ পান্ত। তবে, দারুণ এই ঝলক দেখিয়েও জেতাতে পারেননি দলকে। তাইতো ঢুকে পড়লেন ক্রিকেট ইতিহাসের দুর্ভাগাদের একটি ক্লাবে। 

পান্ত ক্রিকেট ইতিহাসের ১১তম ক্রিকেটার যিনি একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেও হারের মুখ দেখেছেন। মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে এই দুর্ভাগ্য বরণ করতে হয়েছে তাকে। এর আগে, এই দুর্ভাগ্য হয়েছিল বিজয় হাজারে, সুনীল গাভাস্কার ও বিরাট কোহলির। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ বলে ১৩৪ রান করেন পান্ত। ১২টি চার ও ৬টি ছক্কায় দারুণ এই ইনিংস খেলেন তিনি। পরে দ্বিতীয় ইনিংসে খেলেন ১৪০ বলে ১১৮ রানের আগ্রাসী ইনিংস। যেখানে ১৫টি চারের সঙ্গে ছিল ৩টি ছক্কার মার। 

ম্যাচে দুই সেঞ্চুরি ও হার

জর্জ হেডলি বনাম ইংল্যান্ড, ১৯৩৯

বিজয় হাজারে বনাম অস্ট্রেলিয়া, ১৯৪৮

ক্লাইড ওয়ালকট বনাম অস্ট্রেলিয়া, ১৯৫৫

সুনীল গাভাস্কার বনাম পাকিস্তান, ১৯৭৮

অ্যান্ডি ফ্লাওয়ার বনাম দক্ষিণ আফ্রিকা ২০০১

ব্রায়ান লারা বনাম শ্রীলংকা, ২০০১

অ্যান্ড্রু স্ট্রাউস বনাম ভারত, ২০০৮

হাশিম আমলা বনাম ভারত, ২০১০

বিরাট কোহলি বনাম অস্ট্রেলিয়া ২০১৪

ব্রেন্ডন টেইলর বনাম বাংলাদেশ ২০১৮

রিশাভ পান্ত বনাম ইংল্যান্ড, ২০২৫