আইসিসি র্যাঙ্কিং /
বিশাল উন্নতি শান্ত-মুশফিকের
গলেতে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ড্র করেছে বাংলাদেশ। এই ম্যাচে উজ্জ্বল ছিলেন ব্যাটাররা। বিশেষ করে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরি করেন অভিজ্ঞ মুশফিক। আর দুই ইনিংসেই সেঞ্চুরির কৃতিত্ব দেখান অধিনায়ক শান্ত। পারফরম্যান্সের স্বীকৃতিও পেলেন এই দুজন। আজ বুধবার প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তারা।
টেস্ট ব্যাটারদের মধ্যে ২১ ধাপ এগিয়ে শান্ত আছেন ২৯তম স্থানে। গলেতে দুই ইনিংসে যথাক্রমে ১৪৮ ও ১২৫ রান করেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে গড়েন এক টেস্টে দুই সেঞ্চুরি একাধিকবার করার কীর্তি। আর মুশফিক প্রথম ইনিংসে ১৬৩ রান করার পর দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে করেন ৪৯ রান। তাতে ১১ ধাপ এগিয়ে শান্তর ঠিক আগের স্থানে মুশফিক। দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করে ৩ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে সাদমান ইসলাম।
বোলারদের মধ্যে ৬ ধাপ উন্নতি হয়েছে অফ স্পিনার নাঈম হাসানের। প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেওয়া এই বোলার বর্তমানে ৪৮ নম্বরে আছেন। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া হাসান মাহমুদ ৫ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৪তম স্থানে।
ভারত-ইংল্যান্ডের হেডিংলি টেস্টের পর তাদের র্যাঙ্কিংও ওলট-পালট হয়েছে। ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। তবে দুই ইনিংসে সেঞ্চুরি করে ক্যারিয়ারসেরা সপ্তম স্থানে উঠে এসেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার রিশাভ পান্ত। হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে ৬২ ও পরে রান তাড়ায় ১৪৯ রান করে ম্যাচসেরা বেন ডাকেট প্রথমবারের মতো সেরা দশে ঢুকে আছেন অষ্টম স্থানে।
এছাড়া ইংল্যান্ডের ওলি পোপ ৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে ও জেমি স্মিথ ৮ ধাপ এগিয়ে ২৭তম স্থানে আছেন। আর ৫ ধাপ এগিয়ে ২০ নম্বরে ভারত অধিনায়ক শুভমান গিল। ১০ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে লোকেশ রাহুল।
এদিকে, টেস্ট ব্যাটারদের মধ্যে আগের মতোই সবার ওপরে জো রুট। আর বোলারদের মধ্যে সবার ওপরে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে ভারতের রবীন্দ্র জাদেজা। এই তালিকায় ৩ ধাপ এগিয়ে পঞ্চম স্থানে এখন বেন স্টোকস।