ক্যাচ নেওয়ায় রুটের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৫, ১৪:১৬
শেয়ার :
ক্যাচ নেওয়ায় রুটের বিশ্বরেকর্ড

ব্যাট হাতে টেস্ট ইতিহাসে নিজের জায়গা অনেক আগেই পাকাপোক্ত করেছেন জো রুট। ইংল্যান্ডের সাদা পোশাকে এমন ধারাবাহিকতা এবং পরিসংখ্যান নিয়ে আসেননি আর কেউই। বর্তমানে টেস্টে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে। শীর্ষ দুইয়ে উঠতে তার প্রয়োজন আর মাত্র ৩৪৫ রান, যেটি পেরোলেই তার সামনে থাকবেন শুধুই ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার।

তবে হেডিংলি টেস্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্যাট নয়, রুটের ফিল্ডিং! ইতিহাস গড়েছেন ক্যাচ ধরার নতুন এক রেকর্ডে।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেয়ার কীর্তি এখন রুটের দখলে, যদিও শীর্ষস্থানটি তিনি ভাগ করে নিয়েছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের সঙ্গে। দুইজনেরই ঝুলিতে রয়েছে ২১০টি ক্যাচ। তবে রুট এই মাইলফলকে পৌঁছেছেন ২৯৩ ইনিংসে, যেখানে দ্রাবিড়ের লেগেছিল ৩০১ ইনিংস।

টেস্টে সর্বোচ্চ ক্যাচ শিকারির তালিকা:

২১০ - জো রুট* (২৯৩ ইনিংস)

২১০ - রাহুল দ্রাবিড় (৩০১ ইনিংস)

২০৫ - মাহেলা জয়াবর্ধনে (২৭০ ইনিংস)

২০০ - স্টিভ স্মিথ* (২২৩ ইনিংস)

২০০ - জ্যাক ক্যালিস (৩১৫ ইনিংস)

বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে রুটের সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ, যার ঝুলিতে রয়েছে ২০০ ক্যাচ (২২৩ ইনিংসে)। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ক্যাচ সংখ্যা ১১৩, আর শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভার রয়েছে ৮৬টি ক্যাচ।

বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচের মালিক মুমিনুল হক—তার সংগ্রহ ৪২টি ক্যাচ।