ডা. জুবাইদা ঢাকার ভোটার হচ্ছেন
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। জানা গেছে, তিনি গুলশানের ঠিকানায় ভোটার হচ্ছেন। এর মধ্য দিয়ে জুবাইদা রহমান আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতাও অর্জন করবেন।
ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সদ্য সমাপ্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে ডা. জুবাইদার তথ্য সংগ্রহ করা হয়েছে। ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য গত ঈদুল আজহার আগে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি ভোটার হয়েছেন গুলশানের ঠিকানায় আর স্থায়ী ঠিকানা ধানমন্ডির। এ ছাড়া তিনি তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উন্নতমানের স্মার্ট কার্ডও গ্রহণ করেছেন।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
ডা. জুবাইদার ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পর্কে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জুবাইদার তথ্য সংগ্রহ করা হয়েছে। ইসি সূত্র আরও জানায়, তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম হলেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয় পুরো হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর। আইন অনুযায়ী, হালনাগাদ কার্যক্রম শেষে আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভোটার তালিকা আইন সংশোধন করে এর আগেই তালিকা চূড়ান্ত করার চিন্তা আছে ইসির।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল
প্রসঙ্গত, এক-এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। ওই সময় তারেক ও জুবাইদা যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন এই দম্পতি। এরপর তারা দেশে আসেননি, ভোটারও হননি। গত ৬ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে আসেন। তার সঙ্গে জুবাইদাও দেশে আসেন। ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য গত ঈদুল আজহার আগে জুবাইদার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা। ৫ জুন জুবাইদা লন্ডনে ফিরে যান।
আরও পড়ুন:
কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম