কাঁধের চোটে অতিষ্ঠ বেলিংহ্যাম অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন
দীর্ঘদিনের কাঁধের সমস্যার অবসান ঘটাতে এবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। গত দুই বছর ধরে চোটগ্রস্ত কাঁধ নিয়ে খেলে যাচ্ছিলেন তিনি। তবে এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ২১ বছর বয়সী তারকার।
এর আগে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০২৩ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কয়েক মাসের মাথায় কাঁধে চোট পান বেলিংহ্যাম। চোটের কারণে ওই বছরের শেষ দিকে কিছু সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর থেকেই স্ট্র্যাপিংয়ের সাহায্যে ব্যথা নিয়েই মাঠে নামতেন।
চলতি ফিফা ক্লাব বিশ্বকাপে রবিবার মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম গোলটি করেন বেলিংহ্যাম। ম্যাচ শেষে তিনি জানান, ক্লাব বিশ্বকাপের পরই অস্ত্রোপচার করাতে চান।
বেলিংহ্যাম বলেন, `ব্যথাটা খুব তীব্র নয়, কিন্তু এই স্ট্র্যাপিং পরেই খেলতে হচ্ছে সবসময়। এতে অতিরিক্ত ঘাম হয় এবং ওজনও কমে যাচ্ছে। এভাবে আর চলতে পারছি না। সিদ্ধান্ত নিয়েছি—এই টুর্নামেন্ট শেষেই অস্ত্রোপচার করাব।‘
তিনি আরও বলেন, `অনেকদিন ধরে অপেক্ষা করছি। ধৈর্য হারিয়ে ফেলছি। তবে ক্লাবের ফিজিও এবং চিকিৎসকেরা দারুণ কাজ করেছেন। এখন আমি মুক্ত হতে চাই।‘
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বেলিংহ্যাম। দলের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় ভূমিকা ছিল তার।
তবে অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে কতদিন সময় লাগবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি রিয়াল মাদ্রিদ বা বেলিংহ্যাম নিজে।