ইরানে হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে জামায়াতের নিন্দা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ নিন্দা জানান।
তিনি বলেন, ‘গত ১৩ জুন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২১ জুন রাতে ইরানের ওপর অতর্কিত হামলা চালিয়ে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর এমন হামলা আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এ হামলা অযৌক্তিক, অবৈধ এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। আমরা এ অন্যায় ও আগ্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র মিথ্যা অজুহাত ব্যবহার করেছে। সম্প্রতি মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড স্পষ্টভাবে বলেছেন—ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবুও মিথ্যা ও অনুমাননির্ভর তথ্যের ভিত্তিতে এই আগ্রাসন চালানো হয়েছে, যা বিশ্ববাসীকে হতবাক করেছে। এ হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য চরম হুমকি। এর ফলে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত-সংঘর্ষ আরও বাড়বে।”
ডা. শফিকুর রহমান বলেন, ‘ইরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শান্তি-স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেপরোয়া, অন্যায়, অযৌক্তিক ও আগ্রাসী হামলা বন্ধ করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে আমরা জাতিসংঘসহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই।’
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার