শৈশবের ক্লাবকে লা লিগায় তুললেন ৪০ বছরের কাজোরলা

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৫:৪১
শেয়ার :
শৈশবের ক্লাবকে লা লিগায় তুললেন ৪০ বছরের কাজোরলা

স্পেনের ফুটবল দুনিয়ায় ফের চমক দিলেন সান্তি কাজোরলা। ৪০ বছর বয়সে নিজের শৈশবের ক্লাব রিয়াল ওভিয়েদোকে ২৪ বছর পর লা লিগার মূলপর্বে তুললেন এই সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।

২০২৩ সালে ক্লাবে ফিরে আসেন কাজোরলা। তখন অনেকেই ভেবেছিলেন, হয়তো অবসরের আগে নিজের প্রথম ক্লাবকে কিছুটা সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। কিন্তু কাজোরলার লক্ষ্য ছিল অনেক বড়। গত বছর প্লে-অফের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার আর ভুল করেননি তিনি।

সেগুন্দা ডিভিশনের প্রোমোশন প্লে-অফে ওভিয়েদো দুই পর্বের ফাইনালে মিরান্দেসকে ৩-২ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে লা লিগায়। দুই পর্বের ম্যাচে একটি গোল করেন কাজোরলা নিজেই। সেমিফাইনালেও আলমেইরার বিপক্ষে দুরন্ত ফ্রি-কিক থেকে গোল করে দলকে ফাইনালে তোলার রাস্তা তৈরি করে দিয়েছিলেন তিনি। প্রথম লেগে পিছিয়ে থাকা ওভিয়েদো দ্বিতীয় লেগে দুর্দান্ত প্রত্যাবর্তন করে।

ওভিয়েদোর যুব দল থেকেই উঠে এসেছিলেন কাজোরলা। ২০০৩ সালে এই ক্লাব ছাড়ার পর খেলেছেন ভিয়ারিয়াল, মালাগা, আর্সেনাল এবং কাতারের আল সাদের মতো ক্লাবে। জাতীয় দলের জার্সিতে ৮১টি ম্যাচ খেলা এই মিডফিল্ডার ছিলেন ২০০৮ ও ২০১২ সালের ইউরো জয়ী স্পেন দলের সদস্য।

একসময় ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু ২০২৩ সালে আবার ফিরেছিলেন নিজের শিকড়ের টানে। আর ফিরেই যেন রূপকথার গল্প লিখে ফেললেন।

শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও ওভিয়েদোর জন্য অবদান অপরিসীম কাজোরলার। ২০১২ সালে ক্লাব আর্থিক সঙ্কটে পড়লে হুয়ান মাতা ও মিচুর সঙ্গে মিলে ক্লাবের আংশিক মালিকানা কিনে আর্থিক সহায়তা করেছিলেন তিনি। ক্লাবে ফেরার পর নিজের পারিশ্রমিকও নিতে চাননি কাজোরলা। তবে লা লিগার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের ন্যূনতম পারিশ্রমিক নিতে হয়। তাই বাধ্য হয়ে ন্যূনতম পারিশ্রমিক নিয়েছিলেন তিনি, যেটি পরে ক্লাবের অ্যাকাডেমিতে দান করে দেন।

লা লিগায় ক্লাবের উত্তরণ নিশ্চিত হওয়ার পর আবেগে ভেসে কাজোরা বলেন, ‘আমার ক্যারিয়ার যথেষ্ট সফল ছিল। আজ সেটাকে পরিপূর্ণ মনে হচ্ছে। যে ক্লাব আমাকে গড়ে তুলেছিল, তার জন্য কিছু করতে পারা আমার সৌভাগ্য। আমি বিনা পারিশ্রমিকেই খেলতে রাজি ছিলাম। কিন্তু নিয়মও মানতে হয়। ছোটবেলায় এই ক্লাবের হয়ে খেলার সময় যে স্বপ্নগুলো দেখেছিলাম, তার বেশিরভাগই আজ পূর্ণ হয়েছে।’