ব্রুকের ৯৯ রান ছাপিয়ে বুমরাহর ৫ উইকেট
ঘরের বাইরে ৮টি সেঞ্চুরি করে ফেলেছেন টেস্টে প্রায় ৬০ গড়ের ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। তবে ঘরের মাঠে সেটি এখনো অধরা। গতকাল রবিবার ভারতের বিপক্ষে সেই কীর্তি ছোঁয়ার খুব কাছে ছিলেন ব্রুক। তবে প্রসিদ্ধ কৃষ্ণার বলে ৯৯ রানে কাটা পড়তে হয় তাকে। ৯৯ রান করেও দলকে লিড এনে দিতে পারেননি ব্রুক। তাকে ছাপিয়ে গেছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।
প্রথম দিনে ৩ উইকেট শিকার করা বুমরাহ গতকাল হেডিংলিতে নিলেন আরও ২ উইকেট। তার রেকর্ডগড়া এই ৫ উইকেট শিকারেই ৬ রানের ছোট লিড পায় ভারত। ইংল্যান্ডকে ৪৬৫ রানে অলআউট করার আগে ৪৭১ রান করেছিল সফরকারীরা।
হেডিংলি টেস্টের তৃতীয় দিনে ‘শূন্য’ রানে অপরাজিত থেকে মাঠে নেমেছিলেন ব্রুক। একাধিক জীবন পেয়ে সেঞ্চুরির দেড়গোড়ায় পৌঁছান তিনি। আগের দিন সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকা ওলি পোপ এদিন শুরুতেই ফিরেছেন। গতকাল কেউই আর হাফ সেঞ্চুরিও তুলতে পারেননি। তবে জেমি স্মিথের ৪০, ক্রিস ওকসের ৩৮ এবং বেন স্টোকস ও ব্রাইডন কার্সের বিশের ঘরের ইনিংসে সাড়ে চার শ রান ছাড়ায় ইংল্যান্ড।
আগের দিন ভারতের শিকার করা ৩ উইকেটের তিনটিই বুমরাহ নিয়েছিলেন। গতকাল বাকি ৭ ইংলিশ উইকেটের মধ্যে প্রসিদ্ধ ৩টি, মোহাম্মদ সিরাজ ২টি ও বুমরাহ ২টি উইকেট নেন। এই নিয়ে ৪৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৪ বার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন বুমরাহ। যার ১২বার নিয়েছেন ঘরের বাইরে। যা সাবেক অধিনায়ক কপিল দেবের সমান। ইংল্যান্ডে মোট ৩ বার ৫ উইকেট নিলেন বুমরাহ। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এটিই সর্বোচ্চ।
৬ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। শেষ বিকেলে বৃষ্টির বাধায় খেলা পণ্ড হওয়ার আগে ৯০ রানে ২ উইকেট হারিয়ে খেলা শেষ করে শুভমান গিলের দল। তাতে লিড দাঁড়িয়েছে ৯৬ রান। লোকেশ রাহুল ৪৭ ও গিল ৬ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়াল ৪ ও অভিষিক্ত সাই সুদর্শন ৩০ রান করে আউট হয়ে যান। আজ বিকেল ৪টায় চতুর্থ দিনের খেলা শুরু করবে দুই দল।