রীতিকাকে বিয়ের প্রস্তাবের নাটকীয় ঘটনা বর্ণনা করলেন রোহিত
২০১৫ সালের ১৩ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিকা রীতিকা সাজদেহকে বিয়ে করেন ভারতের ক্রিকেটার রোহিত শর্মা। বিয়ের প্রস্তাব রীতিকার কাছে বেশ নাটকীয়ভাবেই দিয়েছিলেন ভারতের সাবেক এই টেস্ট অধিনায়ক। ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং ও তার স্ত্রী গীতা বসরার সঙ্গে এক আলাপচারিতায় সেই গল্পই বলেছেন রোহিত।
ছোটবেলার ক্রিকেট মাঠে নিয়ে রীতিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোহিত। তবে সরাসরি সেখানে তৎকালীন প্রেমিকাকে নিয়ে যাননি রোহিত। প্রথমে ছিলেন মুম্বাইয়ের একটি সমুদ্র লাগোয়া রাস্তায়। সেখান থেকে রীতিকাকে ভুল বুঝিয়ে নিয়ে যান মাঠে।
ঘটনার বর্ণনায় রোহিত বলেন, ‘আমার প্রস্তাবটা বেশ রোমান্টিক ছিল। আমি ওকে সেই জায়গায় নিয়ে গেলাম যেখানে আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম। আমরা এখানেই ছিলাম (মেরিন ড্রাইভের কাছে কোথাও)। ও বাসা থেকে খাবার এনেছিল। আমরা খেয়েছিলাম। এরপর, আমি বসে ছিলাম। তারপর আমি ওকে বললাম, ‘‘চলো বাইরে আইসক্রিম খেতে যাই, আমি বিরক্ত।’’ তারপর আমরা গাড়ি নিয়ে বের হলাম, আমরা চলে গেলাম। আমরা মেরিন ড্রাইভ থেকে রওনা দিলাম, হাজি আলি, ওয়ারলি পার হলাম। তো, ও জিজ্ঞেস করল, আইসক্রিমের দোকানটা কোথায়? বান্দ্রার পর ও কিছুই জানে না। আমি ওকে বললাম বোরিভালিতে একটা ভালো দোকান আছে, যেখানে আমি থাকি। তুমি কখনো আসোনি, তাই আমি তোমাকে দেখাই।’
পরে রীতিকাকে নিয়ে সেই মাঠে যান রোহিত। মুহূর্ত ধারণ করার জন্য সেখানে আগেই উপস্থিত ছিলেন রোহিতের বন্ধুরা। হাঁটু গেড়ে রীতিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সদ্যই টেস্টকে বিদায় জানানো এই ক্রিকেটার।
রোহিত বলেন, ‘এটা একটা মাঠ ছিল এবং গাঢ় অন্ধকার ছিল। সে (রীতিকা) বুঝতেই পারেনি যে এটা একটা মাঠ। আমি আমার বন্ধুকে আগেই বলেছিলাম, ওখানে কিছু একটা সাজিয়ে রাখতে এবং মুহূর্তটা ক্যামেরাবন্দি করার জন্য। আমরা গাড়ি পার্ক করলাম। তারপর আমি হাঁটু গেড়ে মাঠের মাঝখানে গেলাম। তারপর, আমি তাকে প্রস্তাব দিলাম।’
বর্তমানে এক ছেলে ও এক মেয়ের বাবা-মা রোহিত ও রীতিকা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জন্ম হয় মেয়ে সামাইরার। আর গত বছরের নভেম্বরেই জন্ম নেয় এই দম্পতির ছেলে আহান।