আকরামের রেকর্ড ভেঙে দিলেন বুমরাহ
রেকর্ডটি দীর্ঘদিন অক্ষত রেখেছিলেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। শেষ পর্যন্ত ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর কাছে রেকর্ডটি হারাতে হলো ‘সুলতান অব সুইং’কে। ‘এসইএনএ’ হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনে এখন সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড বুমরাহর।
হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম বোলিং ইনিংসে ৩ উইকেট নেন বুমরাহ। ফিরিয়ে দেন জ্যক ক্রলি, বেন ডাকেট ও জো রুটকে। দুর্দান্ত এই বোলিংয়ের পরই আকরামের রেকর্ডটি ভেঙে দেন ভারতীয় এই পেসার।
‘এসইএনএ’ কন্ডিশনে বুমরাহর উইকেট এখন ১৪৮টি। ৬০ টেস্ট ইনিংসে এই উইকেট শিকার করেন বুমরাহ। আকরামকে দুইয়ে ফেলার আগেই স্বদেশি অনিল কুম্বলে ও ইশান্ত শর্মাকে পেছনে ফেলেছিলেন বুমরাহ। আকরামের এই কন্ডিশনে উইকেট ১৪৬টি। কুম্বলের ১৪১টি, ইশান্ত শর্মার ১৩০টি ও মোহাম্মদ শামির ১২৩টি।