নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার
কক্সবাজারে স্রোতের পানিতে ভেসে যাওয়া কৃষক শামসুল আলমের মরদেহ দুইদিন পর উদ্ধার হয়েছে। আজ রবিবার বিকাল তিনটায় রামু উপজেলার সোনাইছড়ি খালের নিখোঁজ হওয়া অংশেই তার মরদেহ ভেসে উঠে। পরে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শামসুল আলম (৫০) উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব পাড়ার বাঁচা মিয়ার ছেলে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, গত শুক্রবার বিকালে গরু নিয়ে বাড়ি ফেরার সময় খালের পানির প্রবল স্রোতে ডুবে যান কৃষক শামসুল আলম।
গতকাল শনিবার সকালে রামু ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং বিকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ডুবুরি দল উদ্ধার চেষ্টা চালালেও তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়নি। তবে আজ রবিবার বিকালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয় বলেও জানান তিনি।