রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালু করবেন বিসিবি প্রেসিডেন্ট
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তী উদযাপন। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব, পেসার ও স্পিন হান্ট, ছবি আঁকার প্রতিযোগিতা। টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্ত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে দেখানো হয় ভিডিও ও ছবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাষ্য, কেন্দ্র থেকে প্রান্তিকে ক্রিকেটকে ছড়িয়ে দিতেই এ আয়োজন। রাজশাহীতে আগামী বছরের মধ্যে প্রিমিয়ার লিগ, বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ বেশি বেশি আয়োজনের আশ্বাসও দিয়েছেন বিসিবির নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।
এর আগে ২০০০ সালের জুন মাসে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। সেই টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর স্মরণীয় করে রাখতে ৭ বিভাগে নানা আয়োজনে উৎসব করছে বিসিবি। এরই ধারাবাহিকতায় রোববার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আয়োজনের উদ্বোধন করেন বিসিবি চেয়ারম্যান ও বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরি করা ব্যাটার আমিনুল ইসলাম বুলবুল।
টেস্টের সেই সাদা জার্সি গায়ে চাপিয়ে শুরুতেই মাঠের ক্রিকেটে অংশ নেন অনূর্ধ্ব-১২ এর খুদে ক্রিকেটাররা। মাঠের দুটি অংশে ৬ ওভারের খেলায় ছেলেদের ৬ টি ও মেয়েদের ৬ টি মোট ১২টি দল অংশ নেয়। প্রতি দলের হয়ে ৬ জন ক্রিকেটার মাঠে দক্ষতা আর নৈপুণ্য দেখান। স্কুলের পর্যায়ের ক্রিকেটাররা লিগ ভিত্তিক এই ক্রিকেট উৎসবে অংশ নিয়ে দারুন উচ্ছ্বসিত।
উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দিতে এ আয়োজন। তারই অংশ হিসেবে রাজশাহীতেও অনুষ্ঠান হচ্ছে। কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলের আরো খেলোয়াড় পাওয়া যেতে পারে সেই সম্পর্কে আলোচন হবে। রাজশাহীর স্টেডিয়ামে যে গ্রাউন্ড ফিল্ড আছে এমন গ্রাউন্ড ফিল্ড অনেক দেশেরই নেই। দেশব্যাপী যদি আমরা এমন ফ্যাসিলিটি তৈরি করাতে পারি তাহলে অটোমেটিক্যালি ক্রিকেটার বের হয়ে আসবে।’
তিনি আরো বলেন, ‘রাজশাহীতে প্রথম শ্রেণির খেলা হয়। আমার যেটা করবো রাজশাহী রিজিওনের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করবো। আমরা এখানে ক্রিকেট এক্টিভিটি আরো বাড়াবো। ট্রেনিং, কোচিং ও অম্পোয়ারিং প্রোগ্রাম বাড়াবো। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা, এখানে বয়সভিত্তিক খেলা দুই দিনের জন্য চেষ্টা করবো।’
বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘রাজশাহীতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর আর কোনো বড় খেলা সেভাবে হয়নি। আমরা খেলাটাকে ঢাকার বাইরে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। তবে এই মাঠে অন্তর্জাতিক ম্যাচ করার জন্য কিছু ফ্যাসিলিটি উন্নয়ন করা দরকার। সেই ব্যপারে আমারা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি। আগামী বছর এর চেয়ে বড় আন্তর্জাতিক বা বিপিএলের খেলা আমার দেখতে পাবো।’