যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে পরিণতি হবে ভয়াবহ

ইরানের কঠোর হুশিয়ারি

আমাদের সময় ডেস্ক
২২ জুন ২০২৫, ০০:০০
শেয়ার :
যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে পরিণতি হবে ভয়াবহ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের সঙ্গে হামলায় যদি যুক্তরাষ্ট্র যোগ দেয়, তাহলে পরিণতি হবে ভয়াবহ। সবার জন্যই তা হবে অত্যন্ত শোচনীয়। গতকাল তুরস্কের ইস্তানবুলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ের এরদোগানের সঙ্গেও বৈঠক করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তির প্রধান অন্তরায় হলো ইসরায়েল। এমন কূটনীতিক তৎপরতার মধ্যে গতকালও ইরান-ইসরায়েল একে অপরের লক্ষ্যবস্তুতে হামলা করেছে। তেল আবিব দাবি করেছে, তারা ইরানের আরও দুই শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। এদিকে গতকাল ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৩ জুন থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩ হাজার ৫০০ জন। গতকাল ইরান জানিয়েছে, তাদের আরও একজন বিজ্ঞানী নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশটি ১০ জন বিজ্ঞানী হারাল। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ২৫ জন (একজন হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন), আহত হয়েছেন ২ হাজার ৫১৭ জন। খবর বিবিসি, আল জাজিরা, ও মিডল ইস্ট আই।

ইরানে ইসরায়েলের হামলার শুরু থেকেই তেহরানের ওপর কূটনীতিক চাপ দিয়ে যাচ্ছে পশ্চিমাগুলো। সেই তুলনায় ইসরায়েলের ওপর হামলা বন্ধে কোনো চাপ নেই। যদিও তেহরান সময় বলেছে, ইসরায়েল হামলা বন্ধ করলেই তারা আলোচনায় বসবে। তারপরও চলমান হামলার মধ্যেই গত শুক্রবার জেনেভায় ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফলাফল তেমন কিছুই না- বলা চলে শূন্য। এরপর গতকাল কূটনীতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার লক্ষ্যে তুরস্কে যান আরাগচি। সেখানে তিনি বলেন, ইসরায়েল এই অন্যায্য হামলা চালানোর পর ওয়াশিংটনের ওপর কীভাবে আস্থা রাখা যায়, তেহরান তা জানে না। তার কথায়, কূটনৈতিক বিশ^াসঘাতকতা করেছে ওয়াশিংটন। আমাদের জনগণের ওপর যখন বোমা পড়ছে, সেই সময় ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় যেতে পারি না। তারপরও আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। কিন্তু এতেও যদি যুক্তরাষ্ট্র এই হামলায় অংশ নেয়, তাহলে তা হবে অত্যন্ত বিপজ্জনক। এদিকে ইস্তানবুলে গতকালই আরাগচির সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি। তিনি ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সংকট সমাধানের জন্য দুই সপ্তাহের সময় দিয়েছেন। তবে তার দুই সপ্তাহে সংকট নিরসন হবে কি না, তা নিয়ে অনেক বিশ্লেষকই সংশয় প্রকাশ করেছেন।

চলমান সংকটের ৯ দিনে গতকাল দুই পক্ষই একে অপরের লক্ষ্যস্তুতে হামলা চালিয়েছে। তেহরান জানিয়েছে, শনিবার ভোরে ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করা হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিয়ে তেল আবিবে আঘাত হেনেছে এসব ড্রোন। এটি ছিল ইসরায়েলে ইরানের ১৮তম হামলা। ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে আজ ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে পাঁচটি নিষ্ক্রিয় করা হয়েছে। 

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানি কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করা হয়েছে। ইরানের কোম শহরে একটি আবাসিক ভবনে গতকাল হামলায় তিনি নিহত হন বলে জানান কাৎজ। এ ছাড়া কুদস ফোর্সের আরেক কমান্ডার বেহনাম শাহরিয়ারিকে হত্যার দাবি করে ইসরায়েল। ইরানের সংবাদমাধ্যম নউর জানিয়েছে, ১৩ জুন থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানের প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সেনা নিহত হয়েছেন। এদিকে গতকাল ইরানের খোরামাবাদে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। সেখানে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। ইরানের গণমাধ্যম আরও একজন বিজ্ঞানী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে নিহত বিজ্ঞানীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১০ জনে। সর্বশেষ ঘাতকদের হাতে নিহত হওয়া বিজ্ঞানীর নাম ইসার তাবাতাবেই ঘোমশেহ।

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বারবার ইসরায়েলকে বলে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছেÑ এমন কোনো প্রমাণ নেই। তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে রাশিয়া সহায়তা করতে প্রস্তুত। গতকাল শনিবার স্কাই নিউজকে সাক্ষাৎকারে এ কথা বলেন পুতিন।

বেঁচে আছেন ইরানি উপদেষ্টা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি এখনও বেঁচে আছেন। ১৩ জুন ইসরায়েলি হামলায় তিনি নিহত হয়েছেন বলে খবর বেরিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ১৩ জুন হামলায় তিনি আহত হয়েছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে আছেন, তার অবস্থা স্থিতিশীল। গতকাল সকালে শামখানি নিজেও সামাজিক মাধ্যমে বলেছেনÑ হামলায় তিনি বেঁচে গেছেন। সামাজিক মাধ্যমে পোস্টে তিনি বলেন, আহত হযে বেঁচে যাওয়া আমার ভাগ্য ছিল, তাই আমি বেঁচে আছি। ইরানের জন্য নিজেকে শতবার উৎসর্গ করব।

ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন

আইডিএফ গতকাল স্যাটেলাইট থেকে পাওয়া নতুন ছবি প্রকাশ করেছে। আগের ছবির সঙ্গে তুলনা করে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হয়েছে। বিবিসি জানিয়েছে, ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনায় নতুন ক্ষতি শনাক্ত হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ‘সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে’ আঘাত হানা হয়েছে। নতুন ক্ষতিটি প্রায় ০.৩ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে দেখা গেছে, যার মধ্যে সাতটি কাঠামো সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে গেছে। আন্তর্জাতিক আণবিক পর্যবেক্ষণ সংস্থাও বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান বলেছেন, ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনা থেকে যেন তেজস্ক্রিয়তা না ছড়ায়, সেই ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি তেল আবিব। তারপরও আমরা প্রস্তুত আছি। আশা করি সেই পর্যন্ত যেতে হবে না।

বছরখানেক আগেই ইরানে হামলার প্রস্তুতি ছিল

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান বলেছেন, তারা ইরানের ওপর হামলার জন্য বছরখানেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন। সাম্প্রতিক মাসগুলোয় এই প্রস্তুতির বিষয়ে সব তথ্য যতটা সম্ভব গোপন রাখা হয়েছে। জামির বিস্তারিত তথ্য না জানিয়েই বলেছেন, এই অভিযান সম্ভব হয়েছে ‘অপারেশনাল ও কৌশলগত পরিস্থিতির কারণে’। দেরি করলে পরিস্থিতি হারানোর ঝুঁকি ছিল এবং ইসরায়েল দুর্বল অবস্থায় পড়তে পারত।

ভূমিকম্প ও জল্পনা

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ইরানের সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটির সংঘটিত হয়। তবে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, ইরান হয়তো পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। 

প্রশান্ত মহাসাগরের পথে মার্কিন বি-২ বোমারু বিমান

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে একাধিক বি-২ স্টেলথ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এটি ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি, নাকি তেহরানের ওপর কূটনৈতিক চাপ তৈরির কৌশল তা স্পষ্ট নয়। এই বোমারু বিমান এমন বিশাল বোমা বহনে সক্ষম, যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে।

নিউইয়র্ক টাইমস জানায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মিজৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে একাধিক বি-২ বোমারু বিমান উড্ডয়ন করেছে। কিছু ফ্লাইট ট্র্যাকার সামাজিক মাধ্যমে জানাচ্ছে, বোমারু বিমানগুলো গুয়ামের উদ্দেশে যাচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা আছে। তবে নিউইয়র্ক টাইমস এই তথ্য নিশ্চিত হতে পারেনি।

এদিকে আল-জাজিরার খবরে বলা হয়, বি-২ বোমারু বিমানগুলো ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে স্থানান্তরের উদ্দেশ্যে উড্ডয়ন করা হয়েছে। দিয়েগো গার্সিয়াতে এই বিমানগুলো মোতায়েনের মানে হলো, এই ঘাঁটি থেকে উড়ার পর একবার মাত্র জ্বালানি নিয়ে (রিফুয়েলিং) বোমারু বিমানগুলো ইরানে হামলা চালাতে পারবে।