১২ বছর পর গলে টেস্ট ড্র, এবারও দৃশ্যপটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৫, ১৮:১৮
শেয়ার :
১২ বছর পর গলে টেস্ট ড্র, এবারও দৃশ্যপটে বাংলাদেশ

২০১৩ সালে গলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ‘ড্র’ করেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে ১২ বছর, ২৬টি ম্যাচ। অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দল খেলে গেলেও হয় জিতেছে, নয়তো হেরেছে। সেই ধারা আবার ভাঙল বাংলাদেশের হাত ধরেই। 

আজ গলে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার গল টেস্ট ‘ড্র’ হয়েছে। দুই ম্যাচের সিরিজের প্রথম এই ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে ৪৮৫ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিন পর্যন্ত ব্যাটিং করে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে ২৯৬ রানের লক্ষ্য দাঁড়ায় লংকানদের সামনে। 

দিনের খেলা ৩৭ ওভার বাকি থাকতে ব্যাটিংয়ে নামে শ্রীলংকা। ২৩ ওভার ১ বলের মধ্যেই স্বাগতিকদের ৪ উইকেট তুলে কিছুটা জয়ের আশা দেখায় বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে মাটি কামড়ে উইকেটে পড়ে থাকেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা (৩০ বলে ১২*) ও কামিন্দু মেন্ডিস (৩৫ বলে ১২*)। শেষদিকে ৫ ওভার বাকি থাকতেই তাই ড্র মেনে নেয় দুই দল। 

দ্বিতীয় ইনিংসে শ্রীলংকার ৩ উইকেট নিয়ে ভিত কাঁপিয়ে দিয়েছিলেন তাইজুল ইসলামের। লাহিরু উদানা, দিনেশ চান্দিমাল ও বিদায়ী টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথিউসদের উইকেট নিয়েছেন তিনি। তাদের কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ২৫ বলে ২৪ রান করে আউট হন। তাকে আউট করেন নাঈম হাসান। 

আজ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি আদায় করেন শান্ত। ১৯৯ বলে ১২৫ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। এর আগে প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেন এই বাঁহাতি ব্যাটার। তবে হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান প্রথম ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। লিটন দাস আর জাকের আলী দুই অঙ্কের রান স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। শান্তর সঙ্গে ২৩ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন নাঈম।