এক টন কোকেন চোরাচালান, সাবেক ডাচ ফুটবলার গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৫, ১৩:১৫
শেয়ার :
এক টন কোকেন চোরাচালান, সাবেক ডাচ ফুটবলার গ্রেপ্তার

নেদারল্যান্ডসের জাতীয় দলের সাবেক উইঙ্গার কুইন্সি প্রোমেসকে আরব আমিরাত থেকে প্রত্যর্পণ করা হয়েছে। মাদক চোরাচালান ও হামলার দায়ে সাড়ে সাত বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ডাচ ফুটবলার বর্তমানে আইনি বিপর্যয়ের মুখোমুখি।

বিবিসি জানিয়েছে, নেদারল্যান্ডস পুলিশের অনুরোধে প্রোমেসকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। চলতি মাসের শুরুতেই তাকে আটক করা হয় এবং ডাচ কর্তৃপক্ষের অধীনে একটি ভাড়া করা বিমানে দেশে ফিরিয়ে আনা হয়।

২০২০ সালে বেলজিয়াম থেকে নেদারল্যান্ডসে এক টনেরও বেশি কোকেন চোরাচালানের সঙ্গে প্রোমেসের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। সেই মামলায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের আদালত তাকে ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত করে।

অন্যদিকে, ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ দাবি করেছে, ২০২০ সালে ব্রাজিল থেকে ১,৩৬৩ কেজি কোকেন পাচারের ক্ষেত্রেও প্রোমেস দোষী প্রমাণিত হয়েছেন। ওই বছর জানুয়ারিতে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দর ব্যবহার করে কোকেন পাচার করেন তিনি।

এর পাশাপাশি ২০২৩ সালের জুনে আরেকটি মামলায় ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয় প্রোমেসকে। সেই ঘটনায়, ২০২০ সালের জুলাইয়ে একটি পারিবারিক পার্টিতে গয়না চুরি নিয়ে বিবাদের সময় তিনি এক আত্মীয়ের হাঁটুতে ছুরি মারেন। আদালত তাঁকে কারাবাসের পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেয়।

২০১১ সালে টুয়েন্টে ক্লাব দিয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় কুইন্সি প্রোমেসের। এরপর তিনি খেলেছেন স্পার্তাক মস্কো, সেভিয়া ও আয়াক্সের হয়ে। ২০২১ সালে আবার স্পার্তাক মস্কোয় ফিরে যান এবং সর্বশেষ খেলেছেন দুবাই ইউনাইটেডে। ২০১৪ সালে জাতীয় দলে অভিষেক হলেও ২০২১ ইউরোতে চেক প্রজাতন্ত্রের কাছে ডাচদের বিদায়ের পর আর ডাক পাননি তিনি।

নেদারল্যান্ডসের সরকারি কৌঁসুলিদের এক মুখপাত্র জানিয়েছেন, ৩৩ বছর বয়সী প্রোমেস আপিল করেছেন এবং অভিযোগ অস্বীকার করছেন। তবে আপিল বিচারাধীন থাকা অবস্থাতেই তাকে কারাগারে রাখা হবে। বিবিসি জানিয়েছে, ঠিক কোন কারাগারে প্রোমেসকে রাখা হবে, তা এখনও নির্ধারণ হয়নি।