সূর্যের আলোয় থেমে গেল ক্রিকেট ম্যাচ!
বৃষ্টি, বজ্রপাত কিংবা মাছির উৎপাত— এমন বিচিত্র কারণেই থেমেছে ক্রিকেট ম্যাচ। কিন্তু সূর্যের আলোর জন্য খেলা বন্ধ! এমন ঘটনা ক্রিকেটের ১৮০ বছরের ইতিহাসে বিরল। অথচ সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে।
টি-টোয়েন্টি ব্লাস্ট প্রতিযোগিতায় কেন্ট স্পিটফায়ার্স বনাম গ্লস্টারশায়ারের ম্যাচে সূর্যের তীব্র আলোয় কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা। ক্যান্টারবেরির সেন্ট লরেন্স মাঠে ১৫৮ রান তাড়ায় ব্যাট করছিল গ্লস্টারশায়ার। শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার মাইলস হ্যামন্ড ও ডিআর্সি শর্ট।
কিন্তু স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিট নাগাদ হঠাৎ খেলা বন্ধ করতে হয়। কারণ, সূর্যের আলো সরাসরি ব্যাটারদের চোখে পড়ছিল, ফলে বল দেখা অসম্ভব হয়ে পড়ে। নিরাপত্তার কথা মাথায় রেখে আম্পায়াররা সাময়িকভাবে খেলা বন্ধ রাখেন।
মাত্র আট মিনিট পর, যখন সূর্য আরও একটু পশ্চিমে হেলে পড়ে, খেলা পুনরায় শুরু হয়। গ্রীষ্মকালীন ইংল্যান্ডে সূর্যাস্ত হয় সাধারণত রাত ৯টার দিকে। সেই সময়ে স্টেডিয়ামটি বেশি উঁচু না হওয়ায় সূর্যের কোণাকুণি আলো ব্যাটারদের চোখে সরাসরি পড়ে যাচ্ছিল।
গ্লস্টারশায়ার তাদের সামাজিক মাধ্যমে মজার ছলে লেখে, “সূর্যের আলোয় ম্যাচ বন্ধ! বৃষ্টির বদলে দুই ব্যাটারের চোখে সূর্যের আলো পড়ছে। নিরাপত্তার কারণে দুই দল আপাতত মাঠের বাইরে।”
উল্লেখ্য, এর আগেও ২০২০ সালে নিউজিল্যান্ডের নেপিয়ারে পাকিস্তানের বিরুদ্ধে এক ম্যাচে সূর্যের আলোয় খেলা বন্ধ রাখতে হয়েছিল। সেবার সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করে খেলা চালু করা হয়েছিল।