গ্লোবার সুপার লিগে রংপুরের স্কোয়াডে সোহানের নেতৃত্বে যারা

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৫, ১২:২০
শেয়ার :
গ্লোবার সুপার লিগে রংপুরের স্কোয়াডে সোহানের নেতৃত্বে যারা

গায়ানার গ্লোবার সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে জিএসএলের দ্বিতীয় আসর। তবে এই আসরে রংপুর পাচ্ছে না বেশ কিছু ক্রিকেটারকে। বিপরীতভাবে দলে সংযোজন হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মেয়ার্স ও দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসির মতো বেশ কিছু নতুন মুখ। 

প্রথম আসরের মতো এবারও রংপুরের নেতৃত্বে থাকছেন নুরুল হাসান। ওই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম সরকারও দলে আছেন। তবে জিএসএল চলার সময় শ্রীলংকা সিরিজ থাকায় শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেনের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা থাকতে পারছেন না এবার। 

রংপুরের হয়ে অতিথি হিসেবে এবার খেলতে যাচ্ছেন মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি ও ইয়াসির আলি চৌধুরি। তবে গতবারের দল থেকে এবার নেই আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আরাফাত সানি।

গতবারের স্কোয়াডের খুশদিল শাহকে না পেলেও মেয়ার্স-শামসি ছাড়াও বিদেশিদের মধ্যে আছেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ, আফগান টপ অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান, পাকিস্তানি পেসার আকিফ জাভেদ, পাকিস্তানি ব্যাটসম্যান খাওয়াজা নাফে ও যুক্তরাষ্ট্রের স্পিনার হার্মিত সিং।

রংপুর ছাড়া জিএসএলের বাকি চারটি দল হলো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্র্যাগস ও ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, আবু হায়দার রনি, রকিবুল হাসান, ইয়াসির আলি চৌধুরি, কাইল মেয়ার্স, তাবরিজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হার্মিত সিং ও খাওয়াজা নাফে।