ভারতের অগ্নিপরীক্ষা আজ

ক্রীড়া ডেস্ক
২০ জুন ২০২৫, ১১:৪৬
শেয়ার :
ভারতের অগ্নিপরীক্ষা আজ

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র শুরু হয়েছে। আজ থেকে মিশন শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার। সিরিজের কেতাবি নাম ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’। এ নিয়ে পক্ষে-বিপক্ষে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। এমন আবহে লিডসে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।

ম্যাচের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে আসেন ভারতের সহ-অধিনায়ক ঋষভ পান্ট। তার সংবাদ সম্মেলনের বড় একটা অংশ ছিল কিছুদিন আগে আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার প্রসঙ্গ। দেশবাসীকে সেই শোক থেকে দূরে সরিয়ে আনন্দ দেওয়ার পণ করেছেন ঋষভ। তিনি বলেছেন, ‘অবশ্যই একটু বেশি আবেগ তো থাকবে। কারণ আহমেদাবাদের ওই ঘটনা। আমরা মাঠে নিজেদের সেরাটা দিয়ে দেশের মানুষকে আনন্দ দিতে চাইব। আমরা সবসময় চাই দেশের মানুষকে সুখী করতে। তাদের আনন্দ দিতে; কিন্তু ক্রিকেটার হিসেবে সেটা সবসময় সম্ভব হয় না। দলের পক্ষ থেকে একটা কথা বলতে পারিÑ সবাই ২০০ শতাংশ উজাড় করে দেবে।’

লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের ছাড়া বিদেশের মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নামবে ভারত। স্বাভাবিকভাবেই শুভমান গিলের ভারতের কাছে এটা বড় একটা চ্যালেঞ্জ। কঠিন পরীক্ষা কোচ গৌতম গম্ভীরের কাছেও। কারণ ব্যাটিং অর্ডার নতুন করে সাজাতে হচ্ছে।

ওপেনিংয়ে লোকেশ রাহুল আর যাশাভি জয়সওয়াল নিশ্চিত। শুভমান চার নম্বরে ব্যাট করতে আসবেন, ঋষভ আসবেন পাঁচে। খোদ ঋষভ নিজেও একটা আভাস দিয়েছেন দলের ব্যাটিং অর্ডারেরÑ ‘তিন নম্বর জায়গায় কে ব্যাট করবে, সেটা নিয়ে এখনও আলোচনা চলছে। শুভমান চারে ব্যাট করতে যাবে। এখন পর্যন্ত যা ঠিক আছে, আমি ব্যাট করব পাঁচ নম্বরেই।’ নিঃসন্দেহে সিরিজটা তারুণ্যেঠাসা ভারতের জন্য অগ্নিপরীক্ষার মঞ্চ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে মোট ৭১টি ম্যাচ হবে। ৯টি দল লড়াই করবে ফাইনালে ওঠার জন্য। সবচেয়ে বেশি পয়েন্ট শতাংশ থাকা দুই দল জায়গা করে নেবে ফাইনালে। এই চক্রে ভারত খেলবে মোট ১৮টি টেস্ট। হোম সিরিজ শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই চক্রে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে কোনো সিরিজ খেলবে না। নতুন টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার অভিযান শুরু হবে চলতি বছরের অক্টোবরে; পাকিস্তানের সঙ্গে। অস্ট্রেলিয়া খেলবে মোট ২২টি টেস্ট। ইংল্যান্ডের মোট ম্যাচ ২১টি। এ বছরই অ্যাশেজে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এই চক্রে বাংলাদেশ মোট ১২টি টেস্ট খেলবে। যার একটি চলছে শ্রীলংকার সঙ্গে; গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গেও দুই ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। ঘরের মাঠে বাংলাদেশের সিরিজ হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সঙ্গে। তিনটি সিরিজই হবে দুই ম্যাচের।