নিশাঙ্কার দুর্ভাগ্য, তবুও বাংলাদেশের পাহাড় ডিঙানোর পথে শ্রীলংকা
ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন আগেই। ঘরের মাঠে টেস্টেও সেই মাইলফলক অর্জনের পথে ছিলেন পাথুম নিশাঙ্কা। তবে কীর্তি গড়ার মাত্র ১৩ রান দূরে থাকতে হাসান মাহমুদের দুর্দান্ত এই সুইংবলে পরাস্ত তিনি। তবে তার ডাবল সেঞ্চুরি ছোঁয়া না হলেও গল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা রানের পাহাড়ও ডিঙানোর পথেই এগোচ্ছে স্বাগতিকরা।
৯ উইকেট হারিয়ে ৪৮৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। আজ প্রথম ইনিংসে আর ১১ রান যোগ করে টাইগাররা অলআউট হয় ৪৯৫ রানে। আর তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান তুলে থেমেছে লংকানরা। প্রথম ইনিংসে বাংলাদেশের রান টপকাতে তাদের আর প্রয়োজন মাত্র ১২৭ রান। হাতে এখনো ৬ উইকেট। লংকানরা রান তুলেছে ওভারপ্রতি প্রায় চার করে।
আজ বৃহস্পতিবার সকালে শুরুতেই নাহিদ রানাকে ফিরিয়ে বাংলাদেশকে অলআউট করে দেন আসিথা ফার্নান্দো। সকাল সকাল ওপেনিংয়ে নেমে ৪৭ রান যোগ করেন নিশাঙ্কা ও লাহিরু উদারা। জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
লংকানরা আসল প্রতিরোধ গড়ে দ্বিতীয় উইকেটে। ১৫৭ রান যোগ করেন নিশাঙ্কা ও দিনেশ চান্ডিমাল (৫৪)। ২০৪ রানের মাথায় এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি আনেন নাঈম হাসান। এরপরই খেলতে নামেন শেষবারের মতো টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস। দারুণ খেলতে থাকলেও ৩৯ রান করে মুমিনুল হকের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।
শ্রীলংকা ২৯৩ রান করতে ৩ উইকেট হারালেও নিশাঙ্কা ছিলেন অবিচল। তবে শেষ বিকেলে নতুন বল পেয়েই তার মনোযোগে চিড় ধরান পেসার হাসান মাহমুদ। শেষ হয় ২৫৬ বলে ১৮৭ রানের এক আগ্রাসী ইনিংস। টেস্টে এটিই তার সর্বোচ্চ ইনিংস। তবে তৃতীয় দিনের বাকি সময়টা নিরাপদেই উইকেটে কাটিয়ে দেন কামিন্দু মেন্ডিস (৩৭*) ও ধনাঞ্জয়া ডি সিলভা (১৭*)।