রোহিতের চেয়েও কোহলির অবসর বেশি পোড়াবে ভারতকে: বয়কট
ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটিং তারকা জিওফ্রে বয়কটের মতে, ইংল্যান্ড সফরে রোহিতের চেয়েও কোহলির অনুপস্থিতি বেশি ভোগাবে ভারতকে।
একটি বিখ্যাত ব্রিটিশ সংবাদপত্রে নিজের লেখা কলামে বয়কট যুক্তি দিয়েছেন, উভয় খেলোয়াড়ই তাদের ছাপ রেখে গেছেন। তবে কোহলির অনুপস্থিতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতের জন্য বড় শূন্যস্থান তৈরি করবে। রোহিতের স্ট্রোকপ্লে এবং নেতৃত্বের প্রশংসা করেছেন বয়কট। তবে তিনি উল্লেখ করেছেন, ফর্ম ও ফিটনেসের সঙ্গে সাম্প্রতিক সময়ে লড়াই করছিলেন রোহিত। তাই তার অবসর নেওয়া খুব একটা অযৌক্তিক নয়। সেটি ভারতের জন্য অত ক্ষতির কারণও নয়।
বয়কট লিখেছেন, ‘রোহিত কখনোই কোহলির মতো ট্যালেন্টেড খেলোয়াড় ছিলেন না এবং তিনি জানেন ইংল্যান্ডে ইনিংস ওপেন করা বেশ কঠিন হতে পারে, কারণ নতুন বল বেশি সুইং করে। সফলতা পেতে হলে আপনাকে সত্যিই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি এটাই মনে করি যে, তিন ধরনের ক্রিকেটেই ওপেনিং এবং অধিনায়ক হওয়ার ব্যাপারটি রোহিতকে ক্ষতি করেছে।’
অন্যদিকে, কোহলির ব্যাপারে বয়কটের মত, ভারতের ব্যাটিংয়ে দায়িত্বভার দীর্ঘদিন বহনের ফলে তিনি মানসিকভাবে ক্লান্ত। বয়কট বলেন, ‘ভারত এত এত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে! এত কম বিশ্রামের কারণে, এর প্রভাব পড়ে এবং মানসিকভাবে ক্লান্তি আসে। আপনার কত প্রতিভা বা অভিজ্ঞতা আছে তা বিবেচ্য নয়; যদি আপনি মানসিকভাবে সতেজ এবং চ্যালেঞ্জের জন্য প্রস্তুত না হন, তাহলে তা ক্লান্তিকর হয়ে ওঠে।’
রোহিতের টেস্ট ক্রিকেট থেকে সরে আসার সিদ্ধান্তের মাত্র কয়েকদিন পরেই কোহলি অবসর ঘোষণা করেন। যা ভারতের জন্য একটি যুগের সমাপ্তি। রোহিতের পর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন শুভমান গিল। আগামীকাল শুক্রবার তার নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে সফরকারী ভারত।