‘কর্মফল একদিন পেতেই হয়’, দলে জায়গা না পেয়ে ভারতীয় পেসারের পোস্ট
ইংল্যান্ড সফরে ভারতের ১৮ সদস্যের দলে জায়গা হয়নি পেসার মুকেশ কুমারের। তবে ‘এ’ দলের হয়ে খেলেছেন ম্যাচ। সেখানে পেয়েছেন ৩ উইকেট। অন্যদিকে, ‘এ’ দলের হয়ে একটি ম্যাচ খেলে ৭ ওভারে ৯৯ রানে এক উইকেট নিয়েছিলেন হর্ষিত রানা। তবে ভারত দলে শেষ মুহূর্তে অতিরিক্ত একজন বোলার হিসেবে জায়গা পেয়েছেন রানাই। এরপরই ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দেন মুকেশ।
নিজের ইন্সটাগ্রামে একটি স্টোরি দেন বাংলার মুকেশ। সেখানে এই পেসার লেখেন, ‘কর্ম শুধু সময়ের অপেক্ষা করে। এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে। কর্ম কখনওই ক্ষমা করে না। সবকিছুই সঠিক সময়ে ফিরিয়ে দেয়।’
ভারতের হয়ে মাত্র তিনটি টেস্ট খেলেছেন মুকেশ। শেষ খেলেছিলেন দেড় বছর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে। ৩ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। গত কয়েকটি টেস্ট সিরিজে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন দলে। ইংল্যান্ড সফরে সেটাও পাননি। মুকেশের পোস্ট বিশ্লেষণ করে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের উদ্দেশেই করা হয়েছে এই পোস্ট।