টানা দ্বিতীয়বার বিগ ব্যাশে হোবার্টে রিশাদ

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৫, ১৩:৫৪
শেয়ার :
টানা দ্বিতীয়বার বিগ ব্যাশে হোবার্টে রিশাদ

বিগ ব্যাশ লিগে টানা দ্বিতীয়বারের মতো দল পেয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। বৃহস্পতিবার মেলবোর্নে অনুষ্ঠিত বিদেশি ক্রিকেটারদের ড্রাফটে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস দলে নিয়েছে ২৩ বছর বয়সী এই তরুণকে।

ড্রাফটের দ্বিতীয় রাউন্ডে রিশাদকে দলে নেয় হোবার্ট। তার সঙ্গে আরও দুজন ইংলিশ ক্রিকেটার—পেসার ক্রিস জর্ডান ও লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদকেও স্কোয়াডে ভেড়ায় দলটি।

গত আসরেও ড্রাফট থেকে রিশাদকে নিয়েছিল হোবার্ট হারিকেনস। তবে জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং বিপিএলের সূচির কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি। যদিও বিসিবি তার জন্য ৯ দিনের অনাপত্তিপত্র দিয়েছিল, তবে নানা জটিলতায় ভেস্তে যায় তার বিগ ব্যাশ যাত্রা।

এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। বিগ ব্যাশের অফিসিয়াল ওয়েবসাইট জানিয়েছে, এবারের আসরের পুরো সময়ের জন্যই নিজেকে উপলব্ধ রেখেছেন রিশাদ। টুর্নামেন্ট শুরু হবে ২০২৫ সালের ডিসেম্বরের শেষদিকে এবং শেষ হবে জানুয়ারির শেষ দিকে। সে সময় বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় বিগ ব্যাশ খেলার সম্ভাবনা উজ্জ্বল।

তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বিপিএলের সময়সূচি এগিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে রিশাদকে বিপিএল ও বিগ ব্যাশের মধ্যে একটিকে বেছে নিতে হতে পারে।

রিশাদ হলেন দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার, যিনি বিগ ব্যাশে সুযোগ পেয়েছেন। তার আগে সাকিব আল হাসান ২০১৪ ও ২০১৫ সালে দুটি দল থেকে খেলে ছিলেন—একবার বদলি হিসেবে, আরেকবার পরিবর্তন হিসেবে। তবে সরাসরি ড্রাফট থেকে দল পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার রিশাদই।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন রিশাদ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আসরে ১৪ উইকেট নিয়ে এক আসরে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড গড়েন তিনি।

এরপর গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় ডাক পেলেও ভিসা জটিলতায় খেলতে পারেননি। বিগ ব্যাশেও আগেরবার খেলতে না পারায় অপেক্ষা আরও দীর্ঘ হয়। শেষ পর্যন্ত চলতি বছরের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আন্তর্জাতিক লিগে যাত্রা শুরু করেন রিশাদ।

এবারের বিগ ব্যাশ ড্রাফটে রিশাদ ছাড়াও বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার—মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসানসহ ১০ জন নাম লিখিয়েছিলেন। তবে কেউই দল পাননি।

হোবার্ট হারিকেনসের হয়ে এবার মাঠে নামার সুযোগ পেলে সেটিই হবে রিশাদের প্রথম বিগ ব্যাশ অভিষেক। এখন অপেক্ষা শুধু মাঠে ঝলক দেখানোর।