বোর্নমাউথের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৫, ১০:০০
শেয়ার :
বোর্নমাউথের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন লিভারপুল

২০২৫-২৬ ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের সূচি প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বুধবার ঘোষণা করা হয় নতুন মৌসুমের সূচি, যা শুরু হবে ১৫ অগাস্ট ২০২৫ এবং শেষ হবে ২৪ মে ২০২৬।

শিরোপাধারী লিভারপুল নতুন মৌসুমে যাত্রা শুরু করবে নিজেদের মাঠ অ্যানফিল্ডে, ১৫ অগাস্ট বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে।

গত মৌসুমে রানার্সআপ হওয়া আর্সেনাল শুরুতেই মুখোমুখি হবে বড় চ্যালেঞ্জের; তারা খেলবে ১৭ অগাস্ট ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

শক্তিশালী স্কোয়াড আর পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে সপ্তম প্রিমিয়ার লিগ শিরোপার খোঁজে নামবে ম্যানচেস্টার সিটি। তাদের প্রথম ম্যাচ ১৬ অগাস্ট, প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ম্যাচটি হবে উলভসের মাঠে।

এদিকে চেলসি তাদের প্রথম ম্যাচ খেলবে ১৭ অগাস্ট, স্ট্যামফোর্ড ব্রিজে। প্রতিপক্ষ হবে গত মৌসুমের এফএ কাপ জয়ী ক্রিস্টাল প্যালেস।