রামোসের দুর্দান্ত হেডে ইন্টারকে রুখে দিল মেক্সিকান ক্লাব
কর্নার থেকে উড়ে আসা বলে বক্সে জটলার মধ্যে উঠে দারুণ এক হেড—গোলরক্ষককে পরাস্ত করে বল জালে। ৩৯ বছর বয়সেও এমন গোল দেখা গেল সেই পুরোনো চেনা সের্হিও রামোসের কাছ থেকে। ক্যারিয়ারজুড়ে যিনি অসংখ্যবার করেছেন এমন দাপুটে গোল, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের বিপক্ষে মন্তেরেইয়ের হয়ে এনে দিলেন মূল্যবান এক পয়েন্ট।
বিশ্বসেরা ক্লাবগুলোর একটি ইন্টার মিলান। সদ্য শেষ হওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট তারা। অপরদিকে, মেক্সিকোর লিগে সাত নম্বরে থাকা মন্তেরেই এফসি আন্তর্জাতিক মঞ্চে তুলনামূলকভাবে অনামী এক দল। শক্তির পার্থক্য অনেক হলেও মাঠের লড়াইয়ে দুই দলকেই আটকে রাখল সমতা।
ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র করে ইন্টার ও মন্তেরেই। ম্যাচের ২৫তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে মন্তেরেইকে এগিয়ে দেন রামোস। এরপর ৪২ মিনিটে গোল করে সমতা ফেরান ইন্টারের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেস।
ম্যাচে বল দখলের লড়াইয়ে স্পষ্টভাবে এগিয়ে ছিল ইন্টার মিলান (৬২ শতাংশ)। তারা শট নেয় ১৫টি, তবে লক্ষ্যভেদ করে মাত্র ২টিই। মন্তেরেই শট নেয় ১১টি, যার মধ্যে কেবল একটি ছিল অন টার্গেট—রামোসের সেই গোলটাই। শেষ দিকে জয়সূচক গোলের কাছাকাছি গিয়েও ব্যর্থ হয় দুই দল। বিশেষ করে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেলসন দেওসার শটটি সাইডনেটে লাগলে হত বড় চমক।
এই ম্যাচ দিয়েই নতুন অধ্যায় শুরু করল দুই দলের নতুন কোচরা। সিমোনে ইনজাগির বিদায়ের পর ইন্টারের দায়িত্বে এসেছেন ক্রিস্তিয়ান কিভু। আর মৌসুমের বাজে সূচনার পর মন্তেরেইয়ের ডাগআউটে এসেছেন পেপ গুয়ার্দিওলার পুরোনো সহকারী, স্প্যানিশ কোচ দমেনেক তোরেন্ত ফন্ত।
দুই কোচের প্রথম ম্যাচে জমজমাট লড়াই আর রামোসের ক্লাসিক ঝলকে সমতায় শেষ হলো দুই দলের লড়াই।