ক্লাব বিশ্বকাপ বাতিলের পক্ষে লা লিগা সভাপতি তেবাস

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৫, ০৮:৪৭
শেয়ার :
ক্লাব বিশ্বকাপ বাতিলের পক্ষে লা লিগা সভাপতি তেবাস

লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজনের যৌক্তিকতা দেখছেন না। তার মতে, ফুটবল ক্যালেন্ডার থেকে এই টুর্নামেন্ট বাদ দেওয়া উচিত, কারণ এটি ইউরোপসহ বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলোর ভারসাম্য নষ্ট করছে।

নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপ নিয়ে আগেও সমালোচনা করেছেন তেবাস। গত সপ্তাহে তিনি টুর্নামেন্টটিকে সরাসরি “সম্পূর্ণ অযৌক্তিক” বলে মন্তব্য করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান টুর্নামেন্টে চেলসির লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচের কিছু অংশ দেখে তেবাস বলেন, ‘প্রথম ২৫ মিনিট দেখে মনে হয়েছে এটা কোনো প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচ। কোনো প্রতিযোগিতার তীব্রতা দেখিনি।’

মাদ্রিদে এক অনুষ্ঠানে ভবিষ্যতে ফিফা কীভাবে এই টুর্নামেন্ট আরও ভালোভাবে আয়োজন করতে পারে, এমন প্রশ্নে তেবাস স্পষ্টভাবে বলেন, ‘এটিকে বাদ দিতে হবে। আমি চাই এই টুর্নামেন্ট আর না থাকুক। ক্লাব বিশ্বকাপের এই নতুন মডেলের কোনো প্রয়োজন নেই।’

তেবাস মনে করেন, ক্লাব বিশ্বকাপের আগের ফরম্যাটই যথেষ্ট ছিল, যেখানে এক সপ্তাহের সংক্ষিপ্ত আয়োজনে চ্যাম্পিয়ন নির্ধারিত হতো।

তিনি বলেন, ‘আমরা যেই পরিবেশে অভ্যস্ত, সেটিকে রক্ষা করতে হবে। এই নতুন আকারের ক্লাব বিশ্বকাপ সেই পরিবেশের জন্য হুমকি। তাই এটিকে বাদ দেওয়া উচিত।’

চলমান টুর্নামেন্টে চেলসির ম্যাচে দর্শকসংখ্যাও হতাশাজনক ছিল। আটলান্টায় ৭১ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মাত্র ২২ হাজার ১৩৭ জন। খালি আসন নিয়ে চেলসি কোচ এন্টসো মারেস্কাও মন্তব্য করেন, ‘পরিবেশটা কিছুটা অদ্ভুত ছিল। স্টেডিয়ামটা পূর্ণ ছিল না, অনেকটাই খালি ছিল।’

প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে মাসব্যাপী এই টুর্নামেন্ট শুরু হয়েছে গত শনিবার, চলবে ১৩ জুলাই পর্যন্ত। ইউরোপ থেকে এবার অংশ নিচ্ছে রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। ফিফা ঘোষণা দিয়েছে, প্রতি চার বছর পরপর এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

তবে তেবাসের মতে, এই পরিকল্পনা ফুটবলের ভবিষ্যতের জন্য যথেষ্ট উদ্বেগজনক।