খাবারে বিষক্রিয়ার কারণে ফুটবল দলের ২১ সদস্য হাসপাতালে
মাঠের ব্যর্থতার পাশাপাশি ভয়াবহ অভিজ্ঞতা পিছু ছাড়ল না সালেরনিতানার। ইতালির ফুটবল ক্লাবটি শুধুমাত্র সিরি বি লিগে সাম্পদোরিয়ার কাছে ০-২ গোলে হারেনি, ম্যাচ শেষে আরও বড় ধাক্কা খেয়েছে। দলের আট ফুটবলারসহ মোট ২১ জন সদস্যকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে খাদ্যে বিষক্রিয়ার কারণে।
ম্যাচ শেষ করে শহরে ফেরার সময় বিমানে হঠাৎই খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে পেট ব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়। অবস্থা গুরুতর হওয়ায় বিমানবন্দরে নামার পরপরই তাদের নেওয়া হয় হাসপাতালে। প্রস্তুত রাখা চারটি অ্যাম্বুলেন্সে করে দ্রুত ২১ জনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।
জানা গেছে, খেলা শেষে দলের সদস্যরা হোটেল থেকে খাবার নিয়ে বিমানবন্দরে যান। সেই খাবার খাওয়ার পরই শুরু হয় সমস্যার সূত্রপাত। তবে সুখবর হলো, প্রাথমিক চিকিৎসার পর সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা এখন সুস্থ আছেন।
তবে ক্লাব জানিয়েছে, এতজন অসুস্থ হওয়ায় দলের পরবর্তী ম্যাচে অংশ নেওয়া সম্ভব নয়। সিরি বি কর্তৃপক্ষ তাদের আবেদন মেনে নিয়ে ওই ম্যাচ বাতিল করেছে।
এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। যে হোটেলে সালেরনিতানার দল ছিল, সেখানে গিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, দলের পুষ্টিবিদের দেওয়া নির্দেশনা মেনেই খাবার প্রস্তুত করা হয়েছিল। তবু কীভাবে এমন খাদ্যে বিষক্রিয়া ঘটল, সেটি নিয়েই এখন চলছে তদন্ত। সম্ভাব্য অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।