গল টেস্ট /

সাজঘরে টপ অর্ডারের ৩ ব্যাটার, চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৫, ১২:০৮
শেয়ার :
সাজঘরে টপ অর্ডারের ৩ ব্যাটার, চাপে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। গলে আজ মঙ্গলবার সকালে ইনিংসের সূচনা করেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। তবে স্কোরবোর্ডে ৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন বিজয়। ১০ বল খেলে শূন্য রানেই ফিরতে হয় তাকে। এরপর পঞ্চাশের আগেই ফেরেন আরও দুই ব্যাটার।

শুরুতে বেশ দেখেশুনেই খেলছিলেন এনামুল হক বিজয়। আসিথা ফার্নান্ডোর করা পঞ্চম ওভারের তৃতীয় বলটি ছিল অফ স্টাম্পের কিছুটা বাইরে। ভালো লেংথের সেই বল খেলতে গিয়ে স্লিপে কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

 এরপর সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দুজনে খেলতে থাকেন দেখেশুনে। তবে ভুল করে বসেন সাদমান ইসলাম। থারিন্দু রথনায়েকের বল খেলতে গিয়ে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ১৪ রান। 

 তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক শান্তকে নিয়ে ইনিংস মেরামত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। থারিন্দু রথনায়েকের কলা অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে থাকা সিলভার হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। 

 সাজঘরে ফেরার আগে মুমিনুলের ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৯ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৮। উইকেটে আছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

এর আগে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় একাদশে এসেছেন স্পিনার নাঈম হাসান।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

শ্রীলংকা একাদশ:

পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (উইকেটকিপার), মিলান রত্নায়েকা, থারিন্দু রত্নায়েকা, প্রভাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো।