আইসিইউতে মা, তবু ইংল্যান্ড যাচ্ছেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৫, ২১:৩২
শেয়ার :
আইসিইউতে মা, তবু ইংল্যান্ড যাচ্ছেন গম্ভীর

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন গৌতম গম্ভীরের মা সীমা গম্ভীর। মায়ের অসুস্থতার খবর শুনে ভারতীয় দলের হেড কোচ গম্ভীর দেশে ফিরলেও, জাতীয় দলের দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে ফের ইংল্যান্ড ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আগামী ২০ জুন শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। সবকিছু ঠিক থাকলে ১৭ জুন ইংল্যান্ডে ফিরে যাবেন তিনি।

গত ১১ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হন সীমা গম্ভীর। পরদিন ১২ জুন মায়ের পাশে থাকতে দিল্লিতে ছুটে আসেন গম্ভীর। দেশে ফিরে মায়ের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করে, দলের প্রস্তুতির খোঁজখবরও রেখেছেন নিয়মিত। সহকারী কোচ সিতাংশু কোটাক, বোলিং কোচ মর্নি মর্কেল ও রায়ান টেন ডয়েসকাটে মিলেই সাময়িকভাবে দেখভাল করছেন দলের।

এই সময়টায় বোর্ড গম্ভীরকে দল ছাড়ার বিষয়ে কোনো চাপ দেয়নি। বরং বিকল্প পরিকল্পনা হিসেবে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ইংল্যান্ডে থাকা ভিভিএস লক্ষ্মণকে জাতীয় দলের অস্থায়ী কোচ হিসেবে রাখা হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান এবং অভিজ্ঞ কোচ লক্ষ্মণ অতীতেও দ্রাবিড়ের অনুপস্থিতিতে জাতীয় দলের দায়িত্ব সামলেছেন।

এই সিরিজ ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কোহলি, রোহিত ও অশ্বিনদের পরবর্তী যুগে প্রবেশ করা ভারতীয় দল প্রথমবারের মতো টেস্ট খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। অধিনায়ক হিসেবে এটিই শুভমন গিলের প্রথম সিরিজ এবং তরুণ এই দলের ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতাও সীমিত।

এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে ভারতের ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান। তাই গম্ভীরের ফিরে আসা দলীয় প্রস্তুতি ও আত্মবিশ্বাসের জন্য দারুণ ইতিবাচক বার্তা হয়ে উঠতে পারে।